জয়সলমীরঃ আচমকাই এক ভয়ংকর শব্দে কেঁপে উঠল রাজস্থান (Rajasthan)। যেন সেই সময় কোনো বিস্ফোরণ হয় সেখানে। তবু আসলে কেন হল এই বিকট শব্দ, বুঝে উঠতে পারেনি কেউই। সত্যি কী তবে সেখানে ঘটেছিল বিস্ফোরণ? নাকি এই শব্দ কোনো মহাজাগতিক কারণে ঘটা? তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। তবে ঘটনাটির জেরে প্রবল চাঞ্চল্য ছড়ায় সমগ্র এলাকায়।
অদ্ভূত ঘটনাটি ঘটে রাজস্থানের (Rajasthan) জয়সলমীরে (Jaisalmer)। পুলিশের প্রাথমিক অনুমান, জয়সলমীরের কিতা ও বরোদাগাঁওয়ের এলাকার মধ্যেই কোনও ভারী কিছু মাটিতে পড়ায় এই শব্দ হয়েছে। যা শোনা গিয়েছিল প্রায় ৪০ কিলোমিটার দূর পর্যন্ত। তবে প্রশাসন স্পষ্টভাবে কিছু না বললেও ঘটনার কারণ উদ্ধারে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই বিকট শব্দটি হওয়ার কিছু সময় আগেই ঘটানাস্থলের আকাশে একটি ড্রোনকে (Drone) উড়তে দেখা গিয়েছিল। সেই ড্রোনটিরই কী তবে বিস্ফোরণ ঘটল? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের মনে।
তবে কোনো উল্কাপিণ্ড (Meteorite) মাটিতে পড়েও হতে পারে এইরকম তীব্র শব্দ। আবার হতে পারে কোনো ভিনগ্রহের যান, আশঙ্কা সাধারণ মানুষের। সঠিক কারণ সকলেরই অজানা। ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ (Police) এবং সেনাবাহিনীর একটি বিশেষ দল। তবে আচমকা এইরকম ভয়ংকর শব্দের কারণ কী তা জানতে উৎসুক এলাকাবাসীরা।