খাসডেস্ক- উদ্যাম সঙ্গম (sex) । অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু (death) হল বছর ২৩ এর তরুণীর। গুজরাতের একটি হোটেলের ঘটনা। সংশ্লিষ্ট রাজ্যের নভসারি জেলায় গত ২৩ শে সেপ্টেম্বর ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: আবারও ফিরে গেলেন সম্পূর্ণ কর্মবিরতিতে, এবার জুনিয়র চিকিৎসকদের দাবি ৫ থেকে বেড়ে ১০
নার্সিং গ্র্যাজুয়েট তরুণী যখন যন্ত্রণায় কাতরাচ্ছিলেন তখন তাঁর পুরুষবন্ধু অ্যাম্বুল্যান্স ডাকার বদলে অনলাইনে রক্ত বন্ধ করারর উপায় খুঁজতে থাকেন। জানিয়েছেন তদন্তকারী অফিসাররা। রক্ত বন্ধ করার জন্য কাপড় ব্যবহার করেন তরুনীর বন্ধু। কিন্তু কোনভাবেই রক্ত বন্ধ করা যায়নি। কিছুক্ষণ পর তরুণী নিস্তেজ হয়ে পড়েন।
আরও পড়ুন: কলকাতায় আসার জন্য ফ্লাইট ধরার তড়িঘড়ি, তারই মাঝে জুহুর বাংলোয় গুলিবিদ্ধ গোবিন্দা
পরিস্থিতি বেগতিক বুঝে পুরুষ বন্ধুটি তাঁর এক বন্ধুকে হোটেলে ডেকে আনেন। তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বেসরকারি হাসপাতাল থেকে তৎক্ষণাৎ সিভিল হাসপাতালে রেফার করা হয়। তরুণীকে সেখানে নিয়ে যেতেই মৃত (death) ঘোষণা করেন চিকিৎসকরা। তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে যুবক যোগাযোগ করেন। তবে তাঁরা হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। এই ঘটনায় ২৬ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।