খাস ডেস্ক: আগামীদিনে ভারতের অর্থনীতির ইতিবাচক বিকাশ হতে চলেছে। তবে এক্ষেত্রে কিছু চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। ভারতকে সম্ভাব্য যে চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে হবে এর মধ্যে রয়েছে ভূ-রাজনৈতিক কিছু চ্যালেঞ্জ। এই দাবি করেছেন চার্লস ডব্লিউ ইলিয়ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ল্যারি সামার্স।
ভারতের প্রখ্যাত একটি সংবাদ মাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এই দাবি করেছেন অধ্যাপক ল্যারি সামার্স। অধ্যাপক সামার্স হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হিসেবেও কাজ করছেন। অধ্যাপক ল্যারি সামার্স বলেছেন, আগামীদিনে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক আরও শক্তিশালী হওয়াটা ভারতের অর্থনৈতিক উন্নতির জন্যে অত্যন্ত প্রয়োজনীয়।
অধ্যাপক সামার্স ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আরও কিছু দাবি করেছেন। তিনি বলেছেন, অর্থনৈতিক সমৃদ্ধির জন্যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জমানায় ভারতকে কঠোর পরিশ্রম করতে হবে। আইটি এবং অন্যান্য ডিজিটাল ক্ষেত্রেও ভারতের জোরালো উপস্থিতি জরুরি।
ভারতের আর্থ-সামাজিক সঙ্কটগুলোর সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রশংসা করেছেন অধ্যাপক ল্যারি সামার্স। তিনি বলেছেন, আগামী বছরগুলোতে দ্রুত হারে ভারত যে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যেতে চলেছে, ইতিমধ্যে এর ভিত্তি তৈরি করেছেন মোদী। এজন্য সংস্কারমূলক নানা কর্মসূচি গ্রহণ করা হচ্ছে ভারতের কেন্দ্রীয় সরকারের তরফে। ভবিষ্যতের জন্যে যা প্রতিশ্রুতিসম্পন্ন।