ভোপাল: মর্মান্তিক দুর্ঘটনা। মন্দিরের দেয়াল ধসে ৯ শিশুর মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে, মধ্যপ্রদেশের সাগর জেলায় । শাহপুরের হরদৌল বাবা মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মর্মান্তিক ঘটনা ঘটে। আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পুলিশ উদ্ধার কাজ চালায়। মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, তিনি এই ঘটনায় তিনি ব্যথিত। মুখ্যমন্ত্রী বলেছেন, “আমি আশা করি আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। যারা তাদের সন্তানদের হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সরকার প্রতিটি পরিবারকে ৪ লক্ষ টাকা সহায়তা দেবে।”
উল্লেখ্য, রাজ্যের রেওয়া জেলায় দেয়াল ধসে চার শিশু মারা যাওয়ার একদিন পর ঘটনাটি ঘটেছে। ৫-৭ বছর বয়সী শিশুরা স্কুল থেকে ফেরার সময় দেয়াল ধসে পড়ে। যে বাড়ির দেয়াল ধসে পড়ে সেই বাড়ির মালিকদের গ্রেফতার করা হয়েছে।