পাটনা: শ্রাবণ মাসকে শিবের জন্মমাস বলা হয়। সোমবারকে শিবের জন্মবার হিসাবেই পালন করা হয়। দেশজুড়ে এই সময়ে শিবমন্দিরগুলিতে পা রাখার জায়গা থাকে না। বিশেষ করে বাবার মাথায় জল ধালতে ভিড় জমায় লাখে লাখে পূণ্যার্থী। শিবের মাথায় জল জল ঢালতে যাওয়ার সময়েই গিয়েই ঘটল বিপত্তি। বাজছিলে ডিজে হঠাৎ ঘটল ছন্দ পতন। রবিবার মধ্যরাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৯ কানওয়ার যাত্রীর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে।
বিহারের সুলতানপুর গ্রামে একটি ডিজে গাড়ির সঙ্গে হাই-টেনশন বৈদ্যুতিক তারের স্পর্শে ৯ জনের মৃত্যু হয়েছে। আরও ৬ জন আহত হয়েছেন। জাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। সকলে বাঁকে করে জল নিয়ে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলেন। সদর এসডিপিও হাজিপুর ওমপ্রকাশের মতে, ডিজে গাড়ির উচ্চতা খুব বেশি ছিল এবং এটি একটি হাই-টেনশন তারে স্পর্শ করেছিল যার কারণে ৯ কানওয়ার যাত্রীরা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি জানিয়েছেন আহতরা একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গিয়েছে, যারা দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন সেই কানওয়ার যাত্রীরা জেঠুই নিজামত গ্রামের বাসিন্দা। তাঁরা শিবের মাথায় জল ঢালার জন্য সোনপুর পাহলেজা ঘাট থেকে জল নিয়ে যাচ্ছিল। যাত্রার সময়েই যে গাড়িতে যাচ্ছিলেন তাতে ডিজে বাজছিল। রাস্তাতেই কেউ কিছু বোঝার আগে গাড়িটি বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে গোটা গাড়িতে বিদ্য়ুৎ ছড়িয়ে পড়ে। গাড়ির উচ্চতা অনেকটা ছিল বলেই জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলেছে।