
চণ্ডীগড়: কেন্দ্রের অগ্নিপথ প্রকল্পের আওতায় সেনায় নিয়োগ নিয়ে দেশে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চার বছরের চুক্তিতে এই নিয়োগ মানতে নারাজ দেশের যুবসম্প্রদায়। সেনার তিন বাহিনীতে ৭৫ শতাংশের স্থায়ী নিয়োগের দাবিতেই দেশের একাধিক স্থানে চলছে বিক্ষোভ। সেই আবহেই অগ্নিবীরদের (Agniveers) নিয়ে বড় ঘোষণা করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী এমএল খাট্টার।
কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী অগ্নিপথ প্রকল্পের অধীনেa যারা সেনায় যোগদান কররেন চার বছর পর তাঁদের ২৫ শতাংশের স্থায়ী চাকরি হবে ও বাকি ৭৫ শতাংশকে অবসর দেওয়া হবে। যা নিয়েই যত সমস্যা। উত্তাপের আবহেই হরিয়ার মুখ্যমন্ত্রী এমএল খাট্টার বলেছেন, ” ৭৫ শতাংশ অগ্নিবীর যারা চার বছরের চাকরির পরে ফিরে আসবে এবং যারা হরিয়ানায় সরকারি চাকরি পেতে চায় তাদের নিশ্চিত চাকরি দেওয়া হবে। যারা চান তাঁরা গ্রুপ সি চাকরির জন্য যেকোনো ক্যাডারে অন্তর্ভুক্ত হতে পারেন। অন্যথায়, আমাদের পুলিশে চাকরি আছে, যা তাদের দেওয়া হরা।”
আরও পড়ুন- এই বিশেষ ব্যক্তিই হতে চলছেন বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী , নাম ঘোষণা সময়ের অপেক্ষা
তিন বাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে গত ১৪ অগ্নিপথ প্রকল্পটির কথা ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। যেখানে বলা হয় ১৭ থেকে ২১ বছর বয়সী যুবকদের সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীতে চুক্তিভিত্তিক চার বছরের মেয়াদে নিযুক্ত হতে পারবে। এই ঘোষণার পর দেশজুড়ে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করে যুবসম্প্রদায়। করা হয় রেল ও রাস্তা অবরোধ, জ্বালিয়ে দেওয়া হয় ট্রেন। যদিও এই সমস্ত কিছুকে পাত্তা না দিয়েই ইতিমধ্যেই সেনার পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী জুলাই মাস থেকে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে বলেই জানানো হয়েছে নির্দেশিকায়। কোন পদের কি যোগ্যতা সবটাই জানিয়ে দেওয়া দেওয়া হয়েছে। সেই সঙ্গেই আন্দলন করে নিজেদের ভবিষ্যৎ নষ্ট না কররা পরামর্শই দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।