পাটনা: শ্রাবণ মাসকে শিবের জন্মমাস হিসাবে ধরা হয়। আর সোমবারকে শিব ঠাকুরের জন্মবার হিসেবেই পালন করা হয়। গোটা মাস জুড়েই শিবমন্দির গুলিতে থাকে উপচে পড়া ভিড়। আজ শ্রাবণের শেষ সোমবার, তাই মন্দিরে মন্দিরে ভিড় বেড়েছে আরও। তাতেই ঘটেছে দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের । আহত হয়েছেন আরও ৯ জন। ঘটনাকে কেন্দ্র করে মন্দির চত্বরে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।
মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকালে বিহারের জেহানাবাদ জেলার বাবা সিদ্ধেশ্বরনাথের মন্দিরে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৫ জন মহিলা ও দুজন পুরুষ রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য মখদুমপুর ও জেহানাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে রাত ১টা থেকে শিবের মাথায় জল ঢালা শুরু হয়। প্রচণ্ড ভিড়ে শুরু হয় ধাক্কাধাক্কি। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বেশ কয়েকজন পূণ্যার্থী মাটিতে পড়ে যান। ভিড়ের কারণেই তাঁরা পদপিষ্ট হন।
জেহানাবাদের জেলা ম্যাজিস্ট্রেট অলঙ্করিতা পান্ডে জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় জেলা ম্যাজিস্ট্রেট বলেন, ” আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি এবং এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।” পদদলিত হওয়ার খবর পাওয়া মাত্রই জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।জেহানাবাদ স্টেশন হাউস অফিসার দিবাকর কুমার বিশ্বকর্মা জানিয়েছেন, “ডিএম এবং এসপি ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং তারা পরিস্থিতি খতিয়ে দেখছেন… মোট ৭ জন মারা গিয়েছেন। আমরা দেখা করছি এবং পরিবারের সদস্যদের (মৃত ও আহত ব্যক্তিদের) খোঁজ খবর নিচ্ছি। আমরা চেষ্টা করছি। এর পরে যারা মারা গেছে তাদের সনাক্ত করতে, আমরা মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠাব।”