চণ্ডীগড়: সন্ত্রাসবাদ আর সীমান্তে চোরাচালান রুখতে বছর শুরু থেকেই সতর্ক হয়েছে সীমান্তরক্ষীরা। সতর্কতার ফলও মিলছে। বছরের প্রথম দিন থেকেই কাশ্মীরের ভারত-পাক সীমান্তে সন্ত্রাসবাদ দমনে সাফল্য মিলছে। এবার পাঞ্জাবে পাক সীমান্তে হেরোইন, অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত করেছে বিএসএফ। রুখে দিয়েছে চোরাচালান।
পাঞ্জাব সীমান্ত দিয়ে পাকিস্তান বরাবরই মাদক, গোলাবারুদ সহ অস্ত্রের চালান করে ভারতে। এর আগেও একাধিকবার ধরা পড়ার পরেও হয়নি শিক্ষা। ভারতকে অশান্ত করতে প্রতি নিয়ত প্রয়াস চালিয়ে যায়। ফের বিএসএফ বুধবার পাঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্তে হেরোইন, অস্ত্র ও গোলাবারু উদ্ধার করেছে। কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তান-ভিত্তিক চোরাকারবারিরা সীমান্তে প্রবেশ করে এই বেআইনি কাজ করেছে। অমৃতসরে জারি করা একটি সরকারী বিবৃতিতে বলা হয়েছে, ভোরে ফিরোজপুর সেক্টরে সীমান্ত বেড়ার সামনে বিএসএফ সেনারা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছিল।
আরও পড়ুন- সুইজারল্যান্ড বা আলাস্কাও নয়, তুষারাবৃত জায়গা আমাদের ভালোবাসার দেশ ভারতেই
বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহভাজন এলাকায় একটি তল্লাশি চালানো হয়েছিল। অভিযান চালিয়ে সেখান থেকে ৬.৩ কেজি ওজনের ছয় প্যাকেট হেরোইন এবং হলুদ কাপড়ে মোড়ানো, একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। একই সেক্টরে আরেকটি ঘটনায় তল্লাশি অভিযানে এক কেজি ওজনের এক প্যাকেট হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে। তৃতীয় আরেকটি ঘটনায়, সীমান্তের অমৃতসর সেক্টরে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন- UP Election : স্বামী প্রসাদ মৌর্যকে নিজের নেতা দাবি করে দল ছাড়লেন শিকোহাবাদের বিজেপি বিধায়ক
প্রসঙ্গত, বর্তমানে সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারির কারণে পাকিস্তান চোরাচালানের জন্য নতুন পন্থা অবলম্বন করেছে। ভূমি দিয়ে নয় বরং ড্রোনের সাহায্যে ভারতে সরবরাহ করছে মাদক ও অস্ত্র। ব্যর্থ হচ্ছে তবুও প্রচেষ্টা থেকে বিরত থাকছে না। তবে বলা বাহুল্য যে বর্তমানে ভারতীয় সীমান্তরক্ষীদের তৎপরতার কারণে অনেকটাই কমেছে এইধরনের অপরাধমূলক ঘটনা।