29 C
Kolkata
Friday, October 4, 2024
Home জাতীয় খবর গত ৫ বছরে বিদেশে কতজন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে জানাল বিদেশমন্ত্রক

গত ৫ বছরে বিদেশে কতজন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে জানাল বিদেশমন্ত্রক

নয়াদিল্লি: অনেক সময়েই বিদেশে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় পড়ুয়াদের। এই নিয়ে কম চর্চা হয়না। চলছে সংসদে বাদল অধিবেশন। সেখানেই বিদেশ মন্ত্রকের (MEA) দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে গত পাঁচ বছরে বিভিন্ন কারণে ঠিক কত জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে।

- Advertisement -

২০১৯ সাল থেকে বিদেশে মারা যাওয়া বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় ছাত্রদের শিক্ষা গ্রহণের বিবরণের তথ্য প্রকাশ করা হয়।  শুক্রবার লোকসভার চলমান বর্ষা অধিবেশন চলাকালীন কেরালার সাংসদ কোডিকুনিল সুরেশের একটি প্রশ্নের জবাবেই এই উত্তর দেওয়া হয়েছে।   বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বিশদ বিবরণ দিয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা এবং চিকিৎসা পরিস্থিতি সহ বিভিন্ন কারণে বিদেশে গত ৫ বছরে ৬৩৩ জন ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। ৪১ দেশে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।  ৪১ দেশে মধ্যে কানাডায়  ১৭২ জন ভারতীয় ছাত্রের মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়েছে।  তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে  ১০৮ জন মারা  গিয়েছে। বন্দুকবাজের  হামলায় নিহত হয়েছে ১৯ জন জন ভারতীয় ছাত্র।   কানাডায় এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি। ৯ জনেরর মৃত্যু হয়েছে। তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।  সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে।

কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরে, সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে যে দেশগুলিতে তার মধ্যে রয়েছে  যুক্তরাজ্য (৫৮), অস্ট্রেলিয়া (৫৭), রাশিয়া (৩৭) এবং জার্মানি (২৪)। পাকিস্তান থেকেও একজনের মৃত্যুর খবর পাওয়া  গিয়েছে। এদিন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং  বিদেশে ভারতীয় ছাত্রদের নিরাপত্তার জন্য সরকারের প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, “বিদেশে ভারতীয় ছাত্রদের নিরাপত্তা ও নিরাপত্তা প্রদান করা ভারত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারগুলির মধ্যে একটি৷ বিদেশে ভারতীয় মিশন/পোস্টগুলি বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে নথিভুক্ত ভারতীয় ছাত্রদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখে৷”  মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ভারতীয় ছাত্রদের বিষয়ে তিনি উল্লেখ করে তিনি বলেছেন, গত তিন বছরে ৪৮ জন ভারতীয় ছাত্রকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হয়েছে।

- Advertisement -

 

- Advertisement -

সপ্তাহের সবচেয়ে জনপ্রিয় সংবাদ

IND vs BAN: নো লাক নেলসন

শুভম দে: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের খেলা চলছে গ্রিন পার্কে। প্রথম দিনে কিছুসময় খেলা হলেও, বৃষ্টিতে ভেসে গেছে মাঝের দুদিন। অবশেষে আজ রোদের ওম গায়ে...

পুজোয় থাকছে না ভারী বৃষ্টির সতর্কতা, কি বলছে আবহাওয়া দফতর

কলকাতা: পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল হাওয়া অফিস। তবে সেই সম্ভাবনা কমেছে এমনটাই জানিয়ে দিল আবহাওয়াবিদরা। আপাতত কলকাতা (Kolkata)-সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও...

কানপুরে তুমুল বৃষ্টি বিপদে ফেলে দিল রোহিতদের, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে সামনে কঠিন শর্ত

স্পোর্টস ডেস্ক: ভারত বনাম বাংলাদেশ, কানপুর টেস্টের প্রথম দিন হয়েছিল মাত্র ৩৫ ওভার। এরপর লাগাতার বৃষ্টি এবং খারাপ নিকাশি ব্যবস্থার কারণে দ্বিতীয় এবং তৃতীয়...

ডুরান্ডজয়ী নর্থ ইস্টের সামনে বদলা নয়, বদল চায় মোহনবাগান

শুভম দে, কলকাতা: গতবার দুবার সাক্ষাতেই উঃ পূর্বের দলটিকে হারিয়েছিল মোহনবাগান (Mohunbagan Super Giants)। কিন্তু এবার ছবিটা আলাদা গত মরশুমের ডুরান্ড কাপ ও আইএস‌এল লিগ...

খবর এই মুহূর্তে

জেলের ভেতর একাকিত্বে ভুগছেন সঞ্জয়, কোর্টের কাছে নতুন আবেদন অভিযুক্তের আইনজীবীর

খাসডেস্ক : শুক্রবার ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ কোর্টে হাজির করানো হয় আরজি কর (R G KAR) কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রাইকে। সেখানে সঞ্জয়ের আইনজীবী আদালতের কাছে...

২ দিনের পাক সফরে এস জয়শঙ্কর, মাঝ অক্টোবরে শাহবাজ শরিফের দেশে ভারতের বিদেশমন্ত্রী

খাসডেস্ক: সাইঘাই সন্মেলনে যোগ দিতে মাঝ অক্টোবরে পাকিস্তান (PAKISTAN) যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। চলতি মাসের ১৫ ও ১৬ তারিখে ইসলামাবাদে বসছে সানঘাই সন্মেলন।...

৩ দিনের সিবিআই হেফাজত ‘সন্দীপ ঘনিষ্ঠের’, গুরুবার রাতে তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেফতার

খাসডেস্ক: ৩ দিনের সিবিআই হেফাজতে গেলেন আশিস পাণ্ডে (ashish pandey)। হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় তাঁকে হেফাজতে পাঠানো হল। বৃহস্পতিবার রাতে আশিসকে গ্রেফতার করে সিবিআই।...

সচিবালয়ের তিনতলা থেকে সটান ঝাঁপ ডেপুটি স্পিকারের, সঙ্গে ছিলেন আরও ৩, এরপরই চমক

খাসডেস্ক: অভিনব না চমকপ্রদ। প্রতিবাদে সামিল হয়ে মহারাষ্ট্র সচিবালয়ের তিনতলা থেকে ঝাঁপ খোদ ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের। ডেপুটি স্পিকারের সঙ্গে ঝাঁপ দিলেন আরও ৩...