নয়াদিল্লি: অনেক সময়েই বিদেশে পড়াশোনা করতে যাওয়া ভারতীয় পড়ুয়াদের। এই নিয়ে কম চর্চা হয়না। চলছে সংসদে বাদল অধিবেশন। সেখানেই বিদেশ মন্ত্রকের (MEA) দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে গত পাঁচ বছরে বিভিন্ন কারণে ঠিক কত জন ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে।
২০১৯ সাল থেকে বিদেশে মারা যাওয়া বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভারতীয় ছাত্রদের শিক্ষা গ্রহণের বিবরণের তথ্য প্রকাশ করা হয়। শুক্রবার লোকসভার চলমান বর্ষা অধিবেশন চলাকালীন কেরালার সাংসদ কোডিকুনিল সুরেশের একটি প্রশ্নের জবাবেই এই উত্তর দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বিশদ বিবরণ দিয়েছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা এবং চিকিৎসা পরিস্থিতি সহ বিভিন্ন কারণে বিদেশে গত ৫ বছরে ৬৩৩ জন ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। ৪১ দেশে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। ৪১ দেশে মধ্যে কানাডায় ১৭২ জন ভারতীয় ছাত্রের মৃত্যুর সর্বোচ্চ সংখ্যা রেকর্ড করা হয়েছে। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে ১০৮ জন মারা গিয়েছে। বন্দুকবাজের হামলায় নিহত হয়েছে ১৯ জন জন ভারতীয় ছাত্র। কানাডায় এই ধরনের ঘটনা সবচেয়ে বেশি। ৯ জনেরর মৃত্যু হয়েছে। তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে ৬ জনের মৃত্যু হয়েছে।
কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরে, সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু হয়েছে যে দেশগুলিতে তার মধ্যে রয়েছে যুক্তরাজ্য (৫৮), অস্ট্রেলিয়া (৫৭), রাশিয়া (৩৭) এবং জার্মানি (২৪)। পাকিস্তান থেকেও একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বিদেশে ভারতীয় ছাত্রদের নিরাপত্তার জন্য সরকারের প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, “বিদেশে ভারতীয় ছাত্রদের নিরাপত্তা ও নিরাপত্তা প্রদান করা ভারত সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারগুলির মধ্যে একটি৷ বিদেশে ভারতীয় মিশন/পোস্টগুলি বিদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে নথিভুক্ত ভারতীয় ছাত্রদের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখে৷” মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ভারতীয় ছাত্রদের বিষয়ে তিনি উল্লেখ করে তিনি বলেছেন, গত তিন বছরে ৪৮ জন ভারতীয় ছাত্রকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হয়েছে।