সাতনা: অবোলা পশুর প্রতি হিংস্র আচরণ করে মানুষ তার রাগ চরিতার্থ করে। এধরনের ঘটনা যে মানবিকতার পরিপন্থী সেকথা বলার অপেক্ষা রাখে না। মধ্যপ্রদেশের সাতনা জেলায় নদীতে ফেলে মেরে ফেলা হল ২০টি গরুকে। এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, ৫০টি গরুকে নদীতে ফেলে দেওয়া হয়। এর মধ্যে জলে ডুবে ২০চি গরু মর্মান্তিকভাবে মরে গিয়েছে।
এই ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে যায়। নাগোদ থানার দায়িত্বে থাকা আধিকারিক অশোক পাণ্ডে জানিয়েছেন, সাতনা নদীতে ২০টি গরুর জলে ডুবে মৃত্যুর পরে একটি মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনার দায়ে ভারতীয় ন্যায় সংহিতায় যে চার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাদের নাম বেটা বাগরি, রবি বাগরি, রামপাল চৌধুরী এবং রাজলু চৌধুরী।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দুপুরে। মধ্যপ্রদেশে গোহত্যা আইনত দণ্ডনীয়। ৫০টি গরুকে চার যুবক একে একে সাতনা নদীতে ফেলে দিচ্ছে, এই ঘটনার ভিডিয়ো ভাইরাল হওয়ার পরে মধ্যপ্রদেশজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
ওই ৫০টি নিরীহ গরুকে কেন জলে ফেলে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ এখনও পরিষ্কার নয়। পুলিশ জানিয়েছে, কেন ওই গরুগুলোকে জলে ডুবিয়ে মেরে ফেলা হল তা নিয়ে প্রশ্ন উঠছে।