খাস ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডবল ইঞ্জিন সরকারের যে তত্ত্ব হাজির করেছেন দেশের নানা প্রান্তে তা বাতিল হয়েছে একথা বলা যেতে পারে। এক্ষেত্রে বিজেপিশাসিত রাজ্য মণিপুর অন্যতম নমুনা। মণিপুরে জাতিদাঙ্গায় যে অশান্তি ছড়িয়েছে তা এখনও অব্যাহত জঙ্গি গোষ্ঠীগুলোর কার্যকলাপে।
এদিকে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটের অন্তর্গত রাজনৈতিক দলগুলো পরিস্থিতি খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মণিপুর সফর করার আবেদন জানালেও মোদী সেই আবেদনে কর্ণপাত করেননি। উল্টে ২০২৪ সালে এনডিএ সরকার তৃতীয়বারের জন্যে ক্ষমতাসীন হওয়ার পরে একের পর এক বিদেশ সফর করে চলেছেন মোদী। এদিকে ভারতজুড়ে অভ্যন্তরীণ সামাজিক সমস্যা বাড়ছে।
সূত্রের খবর, নতুন করে হিংসা ছড়ানোয় ৫জনের মৃত্যু হয়েছে মণিপুরের জিরিবামে। মৃতদের মধ্যে সাধারণ নাগরিক ছাড়াও রয়েছে একাধিক জঙ্গি। শনিবার সকালে ৫জনের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। এক ব্যক্তিকে বাড়িতে ঢুকে তিনি ঘুমন্ত অবস্থায় থাকাকালীন তাঁকে গুলি করে খুন করেছে জঙ্গিরা। এছাড়া অন্য চারজনের মৃত্যু হয়েছে যুযুধান দুই সম্প্রদায়ের ভিতর গুলি বিনিময়ের ফলে।
জানা গিয়েছে, মৃত পাঁচজনের মধ্যে ইতিমধ্যে তিনজনকে জঙ্গি হিসেবে সনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। তবে এপর্যন্ত গ্রেফতারের কোনও খবর নেই। এদিকে আদিবাসীদের সংগঠন ইন্ডিজেনাস ট্রাইবস অ্যাডভোকেসি কমিটির তরফে জানানো হয়েছে, শনিবার যে অশান্তি ও হিংসার ঘটনা ঘটেছে এর সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই।
মণিপুরে সম্প্রতি নিরাপত্তা বাহিনী ড্রোন বোমা সাধারণ নাগরিকদের লক্ষ্যবস্তু করে নিক্ষেপ করায় দুই সাধারণ নাগরিকের মৃত্যু হয়। এর জেরে চলছে জোর বিতর্ক। রাজ্য সরকার তথা্ বিজেপির বিরুদ্ধে এই ইস্যুতে বিবৃতি দিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। এরপর ফের রক্তাক্ত হল মণিপুরের মাটি।