গুয়াহাটি: মর্মান্তিক এবং ভয়াবহ দুর্ঘটনা। পূর্ণাথীদের ধাক্কা দিল দ্রুতগামী ট্রাক। তাতেই মৃত্যু হয়েছে ৫ জন ভক্তদের । ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয় এবং একজন আহত হয়। দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।
দুর্ঘটনাটি ঘটেছে সোমবার অসমের কোকরাঝার জেলায়। একটি দ্রুতগামী ট্রাক ভক্তদের এবং তারপর একটি গাড়িকে ধাক্কা দিলে পাঁচজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছে, পুলিশ জানিয়েছে। গোসাইগাঁও থানার অন্তর্গত কচুগাঁওয়ে জাতীয় সড়ক ২৭-এর মহামায়া মন্দিরের কাছে দ্রুতগামী ট্রাকটি ভক্তদের ধাক্কা দেয়। চালক ঘটনাস্থল থেকে গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং বিশমুড়ি নামক স্থানে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গাড়িতে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়।
নিহতরা হলেন সুকরন রায় (২০), জয় রায় (১১), বাপ্পি ঘোষ (২১), বাসুদেব রায় (২২), এবং নব ঘোষ (২৬), সকলেই গোসাইগাঁও মহকুমার হাতীগড় নম্বর ১ গ্রামের বাসিন্দা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্তারা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান । দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে।