সুরাট: সকাল সকাল ঘটল দুর্ঘটনা। একটি রাসায়নিক ট্যাঙ্কার থেকে বেরিয়ে আসা বিষাক্ত ধোঁয়ার কারণে মৃত্যু হয়েছে পাঁচ জনের। এমনি আরও ২০ জন প্রায় ২০ জন অচেতন হয়ে পড়েছেন। সকলে উদ্ধারকরে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে গুজরাটের সুরাট জেলার একটি কারখানায়। সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইনচার্জ চিফ ফায়ার অফিসার বসন্ত পারেক জানিয়েছেন, যখন ঘটনাটি ঘটেছিল শ্রমিকরা শচীন শিল্প এলাকায় অবস্থিত ডাইং কারখানার ভিতরে ছিল। তিনি জানিয়েছেন ফায়ার ডিপার্টমেন্ট ভোর ৪.২৫ নাগাদ ফায়ার ডিপার্টমেন্টে কল আসে। তিনি জানিয়েছেন, ২৫-২৬ জন শ্রমিক বিষাক্ত ধোঁয়া শ্বাস নেওয়ার পরে অজ্ঞান হয়ে পড়েছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, “তাদের সবাইকে নতুন সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে এখনও পর্যন্ত অন্তত পাঁচজন কর্মীর মৃত্যু হয়েছে।”
জানা গিয়েছে ট্যাঙ্কারের চালক যখন ড্রেনে বর্জ্য ফেলার চেষ্টা করছিলেন, তখন রাসায়নিকটি বাতাসের সংস্পর্শে এসে বিপর্যয় ঘটায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ট্যাঙ্কারটি ভাদোদরা থেকে এসেছিল এবং চালক বেআইনিভাবে শচীন জিআইডিসি এলাকার একটি ড্রেনে রাসায়নিক বর্জ্য ফেলার চেষ্টা করছিল। মৃত ও ক্ষতিগ্রস্ত শ্রমিকরা শচীন জিআইডিসি এলাকার একটি ডাইং কারখানায় কাজ করতেন। তাদের মধ্যে কয়েকজন পাশের দোকানে চা খাচ্ছিল যখন তারা লিক হওয়া রাসায়নিকের গন্ধের মধ্যে পড়েছিলেন। সুরাট মিউনিসিপ্যাল কর্পোরেশনের ইনচার্জ চিফ ফায়ার অফিসার বসন্ত পারেক জানিয়েছেন যে রাসায়নিক লিক হওয়ার সময় শ্রমিকরা ডাইং কারখানার ভিতরে ছিলেন।
প্রসঙ্গত, রাসায়নিক লিকের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার ব্রিগেডকে ডাকা হয়। দমকল বিভাগের কর্মীরা লিক বন্ধ করতে ট্যাঙ্কারের ভালভটি বন্ধ করতে সক্ষম হয়েছেন। আরও জানা গিয়েছে গ্যাস লিক হওয়ায় ট্যাংকারের চালক পালিয়ে গিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কারের চালক ও মালিককে আটক করতে তদন্ত শুরু করেছে।