শ্রীনগর: সপ্তাহ শেষে পাহাড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা। শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার ডাকসুম এলাকায় খাদে গাড়ি উল্টে প্রায় ৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫ জন শিশু বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে দুর্ঘটনায় দুই নাবালক সহ একই পরিবারের আট সদস্যের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন পুলিশ, দুই নারী এবং ছয় থেকে ১৬ বছর বয়সী পাঁচ শিশু রয়েছে বলে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে ওই পরিবার কিশতওয়ার থেকে আসছিল।পুলিশ জানায়, ডাকসুমের কাছে টাটা সুমোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায়। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে। এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের গভর্নর জেনারেল মনোজ সিনহা। তিনি এক্স হ্যান্ডেল এ লিখেছেন, এক শোক বার্তায়, “আজ অনন্তনাগের ডাকসুমে একটি দুর্ভাগ্যজনক সড়ক দুর্ঘটনায় মূল্যবান মানুষের ক্ষতির বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে দুঃখিত। এই শোকের সময়ে আমার চিন্তা ও প্রার্থনা শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার জন্য আমি জেলা প্রশাসনকে নির্দেশ জারি করেছি।”