খাসডেস্ক : মহারাষ্ট্রের থানেতে মিড ডে মিল (MID DAY MEAL) খেয়ে অসুস্থ ৪৫ জন শিশু। অসুস্থ শিশুদের প্রত্যেকের বয়স ৮ থেকে ১১ বছরের মধ্যে। অসুস্থ শিশুরা কালওয়ার সিটি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মিড ডে মিল খাওয়ার পর থেকে একে একে অসুস্থ হয়ে পড়তে থাকে শিশুরা। অসুস্থ শিশুদের প্রত্যেকের মধ্যে বমি বমি ভাব, তলপেটে যন্ত্রণা, মাথা যন্ত্রণার মতো উপসর্গগুলি পরিলক্ষিত হয়েছে।
আরও পড়ুন: কড়া নিরাপত্তা বলয়ে সকাল সকাল জেল থেকে বেরোলেন গুরমিত রাম রহিম
মঙ্গলবারই ৩৮ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করতে হয়। রাতে আরও ৭ শিশু অসুস্থ হয়ে পড়ে। থানে মিনিউসিপ্যাল কর্পোরেশনের অতিরিক্ত কমিশনার সন্দীপ মালভি জানিয়েছেন প্রতিটি এখন শিশু বিপদমুক্ত। চিকিৎসায় সাড়া দিচ্ছে সকলেই। বেসরকারি স্কুলে মিড ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়েছে তারা। বিষয়টি নিশ্চিত করেন তিনি।
আরও পড়ুন : নারীর করুণ দৃষ্টি, যন্ত্রণা ও আর্তনাদ, আরজি করে প্রতীকী মূর্তি জুড়ে শুধুই….
পড়ুয়াদের সেদিন মিড ডে মিলে (MID DAY MEAL) ভাত ও মাটকি কারি দেওয়া হয়েছিল। খাবারের নমুনা সংগ্রহ করেছে FDA। খাবার খাওয়ার পর পরই ৫ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। এরপর ক্রমেই সংখ্যাটা বাড়তে থাকে। স্কুলের তরফে অ্যাম্বুল্যান্স ডাকা হয়। দ্রুত অসুস্থ পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।