মর্মান্তিক, পিকনিক করতে গিয়ে ছবি তোলার সময় জলপ্রপাতে ডুবে মৃত ৪ তরুণী

0
29

মুম্বই: বর্তমান যুগে সেলফি আর ফটো তোলার নেশা বহু ক্ষেত্রেই কাল হয়ে দাঁড়িয়েছে। নিজস্বী তোলার হিড়িকে গা ভাসাতে গিয়ে প্রাণ গিয়েছে বহু মানুষের। ফের তেমনি একটা ঘটনা ঘটেছে। জলপ্রপাতের কাছে ছবি তোলার সময়ে ৪ টি মেয়ের ডুবে মৃত্যু হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার ছবি তোলার চেষ্টা করার সময় মহারাষ্ট্রের কোলহাপুর জেলার কিতওয়াদ জলপ্রপাতে এই দুঃখজনক ঘটনা ঘটেছে। চারটি মেয়ে সেলফি তোলার সময়ে জলপ্রপাতের মধ্যে পিছলে পড়ে ডুবে যায়। জলপ্রপাতের মধ্যে পড়ে যাওয়া আরও একটি মেয়েকে উদ্ধার করে কর্ণাটকের বেলাগাভি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্বাস্থ্যের অবস্থা এখন আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। নিহতরা হলেন উজ্জ্বল নগরের আছিয়া মুজাওয়ার (১৭), আঙ্গোলের কুদ্রাসিয়া হাসম প্যাটেল (২০), ঝাটপাট কলোনীর রুক্কাশা ভিস্তি (২০) এবং তাসমিয়া (২০)।

- Advertisement -

আরও পড়ুন- ভারত জোড় যাত্রায় হাঁটার সময় পড়ে গেলেন দিগ্বিজয় সিং, কংগ্রেস দায়ী করল বিজেপি শাসিত রাজ্যের এই জিনিসকে

জানা গিয়েছে, কর্ণাটকের বেলাগাভির ৪০ জন মেয়ের একটি দল চাঁদগাদ তহসিলের অধীনে কিটওয়াড জলপ্রপাতে পিকনিক করতে গিয়েছিল। ওই দলটির কিছু মেয়ে জলপ্রপাতের কাছে ছবি তোলার চেষ্টা করছিল তখনই কিছু কারণে পিছলে গভীর জলে পড়ে যায়। ঘটনার পরপরই সকল কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাদের মধ্যে চার জনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসকরা। গোটা ঘটনাটেই এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। উপস্থিত বাকিদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।