মুম্বই: জঙ্গিদের নিশানায় এবার মুম্বইয়ের একাধিক পাঁচতারা হোটেল৷ বাণিজ্য নগরীর কয়েকটি নামী হোটেলকে বিস্ফোরণের সাহায্যে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি ইমেল পাঠিয়েছে একটি জঙ্গি সংগঠন৷ পুলিশকে বিষয়টি জানানোর পরই হোটেলগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা৷ পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ৷
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ভুয়ো ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে৷ যদিও বিষয়টিকে হালকা করে দেখছেন না তদন্তকারীরা৷ তদন্ত শেষ হওয়ার পরই নিশ্চিত হতে চায় পুলিশ। হুমকি ইমেল পাঠানোর ঘটনায় মুম্বই পুলিশের জঙ্গি দমন শাখা এবং ক্রাইম ব্রাঞ্চ আলাদা করে তদন্তে নেমেছে৷
এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই পাঁচতারা হোটেলগুলিতে বম্ব ডিটেনশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড পাঠানো হয়েছে৷ পুলিশ জানিয়েছে, আন্ধেরি, জুহু, সান্তাক্রুজ এবং মীরা রোডের কাছে থাকা মুম্বইয়ের অন্যতম সেরা এবং পাঁচতারা হোটেলগুলিকে ইমেল পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে৷
জঙ্গি দমন শাখার এক আধিকারিক জানিয়েছেন, ইমেলটি লস্কর-ই-তৈইবার নামে পাঠানো হয়েছে৷ আইপি অ্যাড্রেস ট্র্যাক করে প্রেরকের নাম জানার চেষ্টা চলছে৷