
শ্রীনগর: সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের সঙ্গে সঙ্গে মাদক পাচারও সমান তালে করে পাকিস্তান। বিএসএফ-এর হাতে ধরা পড়ে, মৃত্যু হয় পাক মাদক পাচারকারীদের তবুও তা সত্বেও শিক্ষা নেয় না। ভারতকে অশান্ত করাই ইমরান খানের দেশের কাছে একমাত্র লক্ষ্য। তবে এবারেও সফল হয়নি পাকিস্তান। আন্তর্জাতিক সীমানায় তিন পাকিস্তানি মাদক পাচারকারীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ (BSF)।
রবিবার ভোরে জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত বরাবর বিএসএফ তিন পাকিস্তানি মাদক পাচারকারীকে গুলি করে হত্যা করেছে। এই তথ্য জানিয়েছেন একজন সিনিয়র কর্মকর্তা। মৃত মাদক চোরাচালানকারীদের কাছ থেকে থেকে ৩৬ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়েছে। বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল, এস পি এস সান্ধু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, চোরাকারবারিদের গতিবিধি রাত ২.৩০ মিনিট নাগাদ সীমান্তরক্ষীদের নজরে আসে।
ঘটনাটি নজরে আসতেই আত্মসমর্পণের জন্য বলা হলেও মাদক পাচারকারীরা তাতে কর্ণপাত করেনি। তখনই গুলি চালায় বিএসএফ। সেই গুলিতেই মৃত্যু হয় তিন পাকিস্তানি মাদক পাচারকারীর। ঘটনাস্থলে হেরোইন থাকার সন্দেহে তল্লাশি চালানো হয়। অভিযানের সময়েই ৩৬ প্যাকেট মাদক উদ্ধার করা হয়। এলাকা জুড়ে এখনও তল্লাশি অভিযান চলছে বলেই জানানো হয়েছে।