খাস ডেস্ক: জম্মু-কাশ্মীরে নির্বাচনের আগে জঙ্গি তৎপরতা বেড়েছে। ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে তিনজন জঙ্গি নিহত হয়েছে। ভারতীয় সেনা সূত্রে এই খবর জানানো হয়েছে এক্স হ্যান্ডেল মারফত। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেনা অভিযান চালানো হয়। একটি সংঘর্ষের ঘটনাটি ঘটেছে কুপওয়ারাতে।
জম্মু-কাশ্মীরের অন্যতম সমস্যা বেকারত্ব। এনিয়ে কাশ্মীরি যুব সম্প্রদায়ের মনে ক্ষোভ রয়েছে। এই পরি্স্থিতিতে পেটের ভাতে টান পড়ায় শিক্ষিত যুব সম্প্রদায় ভারত সরকার বিরোধী আন্দোলনে সামিল হতে মৌলবাদী জঙ্গি সংগঠনগুলোর ডাকে সাড়া দিয়ে জঙ্গি বনে যাচ্ছে। ভারত সরকার দাবি করছে, ভারত পাকিস্তানের ষড়যন্ত্রের শিকার। পাক গোয়েন্দা সংস্থা আইএসআই ভারতের মাটিতে সন্ত্রাসী চক্রান্ত চালাচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্প তিন জঙ্গিকে খতম অভিযান চালিয়ে নিকেশ করাটা ভারতীয় সেনার সাফল্য বলে স্বভাবতই প্রচার করছে সেনা কর্তৃপক্ষ। দেশের মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক কড়া অভিযান চালাবে ভারতীয় সেনা। ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, ভারতের মাটিতে থেকে সব ধরনের জঙ্গি কার্যকলাপ নিকেশ করতে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনীকে মাঠে নামানো হবে। ফলে চলতি বছরে সামনের মাসগুলোতে দেশের মাটি আরও রক্তাক্ত হতে চলেছে।
একইসঙ্গে বাড়ছে নারীর প্রতি হিংসা। ভারতের দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পর্যন্ত উদ্বেগপ্রকাশ করেছেন। বলেছেন, গোটা জাতি যৌথভাবে স্মৃতিভ্রষ্ট হয়েছে। কুপওয়ারায় ২ জঙ্গিকে এবং তারপর এক জঙ্গিকে খতম করা হয়েছে। এই পরিস্থিতিতে আগামীদিনে জম্মুকাশ্মীরে নি্র্বাচনী আবহে জঙ্গি তৎপরতা আরও বাড়তে পারে। গোয়েন্দা সূত্রের খবর, ইতিমধ্যেই জঙ্গি তৎপরতা বেড়েছে উপত্যকায়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শুরু হয়েছে সেনা অভিযান। সেনাবাহিনী বৃহস্পতিবার সকালেও রাজৌরি এলাকায় অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার দিনের শুরু থেকে রাজৌরিতে জঙ্গি ও সেনার ভিতর গুলি বিনিময় চলছে।