নয়াদিল্লি: মর্মান্তিক! ফুটপাতে ঘুমন্ত অবস্থায় ৫ জনকে চাপা দিল একটি ক্যান্টার ট্রাক। ঘুমের মধ্যেই চির ঘুমে চলে গেলেন ৩ জন। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সোমবার ২৬ অগাস্ট ভোরে রাজধানীতে ফুটপাথে ঘুমন্ত পাঁচজন লোককে একটি ক্যান্টার ট্রাক চাপা দেয়। ঘটনাস্থলের ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় ভোর ৪.৩০ নাগাদ। দুর্ঘটনাটি যখন ঘটে তখন একটি ক্যান্টার ট্রাক সীলামপুর থেকে লোহার সেতুর দিকে যাচ্ছিল, সেন্ট্রাল প্রান্তে উঠেছিল এবং একটি ফুটপাথে ঘুমন্ত পাঁচজন লোককে ধাক্কা দেয়। এ ঘটনায় জড়িত পাঁচজনের মধ্যে তিনজন মারা যান এবং দুজন গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে ক্যান্টার ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, যে তিনজন মারা গিয়েছেন তাদের এখনও শনাক্ত করা যায়নি এবং আহতদের মুস্তাক(৩৫) এবং কমলেশ(৩৬)-কে চিকিৎসার জন্য JPC হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ ট্রাকের চালককে খুঁজে বের করার এবং নিহতেদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। ট্রাকের গতি কত ছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।