বিহার: ৭দিন ধরে স্কুলে (School) বন্দি পড়ুয়া (Students) সহ শিক্ষকেরা। ঘটনাটি ঘটেছে বিহারের (Bihar) বেগুসরাইয়ে সাহেবপুর কামাল থানার অন্তর্গত সমস্তিপুর গ্রামের এক বেসরকারি আবাসিক স্কুলে। পড়ুয়াদের লেখাপড়া ব্যাঘাত ঘটানোর জন্যই গ্রামের কিছু দুষ্কৃতীরা স্কুলের সামনের রাস্তা খুঁড়ে পড়ুয়া এবং শিক্ষকদের (Teachers) স্কুলে বন্দি করে রাখার চেষ্টা করছে, অভিযোগ স্কুল ম্যানেজমেন্টের (School Management)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমস্তিপুরের এই স্কুলে প্রায় ৭০০ জন পড়ুয়া রয়েছে। তারমধ্যে প্রায় ২৫০ জন পড়ুয়াই আবাসিক। বিগত সাতদিন ধরে স্কুলের (School) সামনের রাস্তা খুঁড়ে রেখে দেওয়ায় পড়ুয়া (Students) এবং শিক্ষকেরা (Teachers) স্কুল থেকে বেরোতে পারছেননা। এমনকি স্কুলে মজুত খাবারও প্রায় শেষ। ফলে সমস্যায় পড়েছে স্কুলের আবাসিক পড়ুয়ারা সহ শিক্ষকেরাও।
স্কুল ম্যানেজমেন্টের অভিযোগ, স্কুলের পড়ুয়াদের (students) লেখাপড়ায় ব্যাঘাত ঘটানোর জন্যই গ্রামের কিছু দুষ্কৃতীরা আগেও বহুবার চেষ্টা করেছিল। কিন্তু সফল হয়নি তখনও। তাই এবার স্কুলের সামনের রাস্তা খুঁড়ে রেখে সমস্যায় ফেলার চেষ্টা করছে তাঁরা। পুলিশের (police) কাছে অভিযোগ করেও কোনও লাভ হয়নি। স্কুলের জমি জবরদখল করার উদ্দেশ্যেই দুষ্কৃতীরা এমন কাণ্ড ঘটাচ্ছে বলে অনুমান স্কুল কর্তৃপক্ষের।
সূত্রের খবর, শুধুমাত্র স্কুলেই নয়, রাস্তার মাটি খোঁড়ায় মাটির নীচের জল সরবরাহ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। যার জেরে স্থানীয় বাসিন্দারাও জল পাচ্ছেন না। এমনকি স্কুল ক্যাম্পাসে যাওয়ার রাস্তাতেও বেশ কিছু গর্ত করে রেখে দেওয়া হয়েছে। তাই স্কুলেই আটকে রয়েছে পড়ুয়ারা (Students)। কী এমন কাজের জন্য এতদিন ধরে স্কুলের গেট বন্ধ করে কাজ করা হচ্ছে তা অজানা সকলেরই।