লখনউ: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে একটি ভিডিও। এক মহিলা ২৩ বছরের বিবাহিত জীবনে ২৪ জন সন্তানের মা হয়েছেন। এ কথা শুনে অবাক হয়েছেন অনেকেই। এ কীভাবে সম্ভব? ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরে রীতিমতো তোলপাড় সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই বেশ কিছু ইউটিউবারও ওই মহিলার বাড়িতে গিয়েছিলেন, ভাইরাল হওয়া ঘটনার সত্যতা যাচাই করার জন্য।
সূত্রের খবর, ভাইরাল হওয়া ওই মহিলার নাম খুশবু পাঠক। তিনি ২৩ বছরের বিবাহিত জীবনে ২৪ সন্তানের জন্ম দিয়েছেন। তাঁর সবচেয়ে বড়ো সন্তানের বয়স ১৮ বছর। আর সবচেয়ে ছোট সন্তানের বয়স ২ বছর। তবে তাঁর এই ২৪ জন সন্তানের মধ্যে ১৬ জন ছেলে এবং ৮ জন মেয়ে। এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে ওই মহিলাও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়ায় (Social Media)।
উত্তরপ্রদেশের আম্বেদকর নগর জেলার রামনগর ব্লকের এই মহিলা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় (Social Media) বিপুল চর্চিত। তবে খুশবুর রেশন কার্ড দেখে জানা গিয়েছে, তিনি মাত্র দুই জন সন্তানেরই জন্ম দিয়েছিলেন। তবে ভাইরাল হওয়া ঘটনাটি কী? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা অর্জনের জন্য ব্যস্ত সাধারণ মানুষ। ভাইরাল হওয়া এই ঘটনাটিও সেইরকমই এক ঘটনা।
ভাইরাল হওয়া মহিলা খুশবু জানিয়েছেন, তিনি নিজে দুটি সন্তানের জন্ম দিয়েছিলেন। তবে তাঁর বাকি ২২টি সন্তান মানব শিশু নয়, তারা বৃক্ষ। যাদের তিনি নিজের হাতে রোপন করে বড়ো করে তুলেছেন। নিজের হাতে জন্ম দিয়ে লালন পালন করে বড়ো করে তোলায় তিনি তাদের জন্মদাত্রী মা-ই।