শ্রীনগর: সপ্তাহ শেষে নতুন করে উত্তাপ ছড়িয়েছে উপত্যকা জুড়ে। আজ শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় সেনা জঙ্গির গুলির লড়াই শুরু হয়েছে। এনকাউন্টারে দুই জওয়ান আহত হয়েছেন বলেই সূত্র জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, আজ শনিবার বিকেলে অনন্তনাগ জেলার আহলান গাদোলে এনকাউন্টার শুরু হয়। কোকেরনাগ মহকুমার জঙ্গলে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চালানোর সময় জঙ্গিরা ভারতীয় সেনাদের লক্ষবস্তু করায় দুই জওয়ান আহত হন। উপত্যকায় বিদেশী জঙ্গিদের নির্মূল করতে ময়দানে নেমেছে বিশেষ বাহিনী এবং সেনাবাহিনীর প্যারাট্রুপার্স ফোর্স। আজকের এই এনকাউন্টার গত এক বছরে কোকেরনাগে দ্বিতীয় বড় সংঘর্ষের ঘটনা। এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে, কোকেরনাগ জঙ্গলে সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে সেনাদের মধ্যে একজন কমান্ডিং অফিসার, একজন মেজর এবং একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ছিলেন।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীর পুলিশ শনিবার চার সন্ত্রাসীর স্কেচ প্রকাশ করেছে যাদের কাঠুয়া জেলার উচু এলাকায় মাটির ঘর দেখা গিয়েছিল। তাদের সম্পর্কে তথ্য দিলে ২০লাখ টাকার নগদ পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। কাঠুয়া জেলাতে কয়েকদিন আগেই বনাঞ্চলে সেনাবাহিনীর উপর জঙ্গিরা অতর্কিত হামলা চালিয়েছিল। তাতেই একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) সহ ৫ সেনা শহিদ হয়েছিলেন। হয়েছিলেন। ব্যাপক তল্লাশি অভিযান সত্ত্বেও, কাশ্মীর টাইগারস-এর সঙ্গে যুক্ত জঙ্গিরা যারা পাকিস্তান-ভিত্তিক জইশ-ই-মোহাম্মদ সংগঠনের একটি ছায়া গোষ্ঠী সম্প্রতি ভারতে অনুপ্রবেশ করেছে কিন্তু তাদের খুঁজে পাওয়া যায়নি। তাদের খোঁজেই তল্লাশি চলছে।