মর্মান্তিক, ৪৮ জন শিক্ষার্থীকে নিয়ে বাস উল্টে মৃত ২, আহত একাধিক

0
47

মুম্বই: মর্মান্তিক! ৪৮ জন ছাত্র বহনকারী একটি বাস উল্টে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে  ২ জনের আহত হয়েছেন একাধিকজন। আহতদের মধ্যে বেশকয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানানো হয়েছে।আহত শিক্ষার্থীদের দ্রুত কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রায়গড় জেলায় খোপোলি পিএস এলাকায় ৪৮ জন ছাত্র বহনকারী একটি বাস উল্টে  গিয়ে। ঘটনাটি লোনাভালা হিল স্টেশন থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে পুরানো মুম্বাই-পুনে  হাইওয়ের  ম্যাজিক পয়েন্ট পাহাড়ের কাছে ঘটেছে।  দুর্ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মুম্বইয়ের শহরতলির চেম্বুর থেকে একটি কোচিং ক্লাসের ছাত্র সহ অন্তত ৪৯ জন ব্যক্তিগত বাসে ভ্রমণ করছিলেন। সকলেই দশম শ্রেনীর ছাত্র। রবিবার রাতে দুই ছাত্র নিহত এবং ৪৭ জন আহত হয় বলেই পুলিশ জানিয়েছে।  চালক আহত হয়েছেন। মৃতরা হলেন চেম্বুর ক্যাম্পের বাসিন্দা হিতিকা খান্না (১৭) এবং শহরতলির ঘাটকোপারের অসলফা গ্রামের বাসিন্দা রাজ রাজেশ মাত্রে (১৬)।

- Advertisement -

আরও পড়ুন: বহুমুখী বিশ্বব্যবস্থায় ভারত অন্যতম গুরুত্বপূর্ণ মেরু, মোদীর দেশের প্রশংসায় পঞ্চমুখ রাশিয়া

মহারাষ্ট্রের সিনিয়র পুলিশ ইন্সপেক্টর গৌরী মোরে পাটিল বলেছেন,, “ছাত্ররা পিকনিক থেকে ফিরছিল যখন বাসটি উল্টে যায়। একটি মামলা নথিভুক্ত করা হচ্ছে।” আরও একজন  পুলিশকর্তা বলেছেন, “লোনাভালায় (পুনে জেলায় অবস্থিত) একটি পিকনিক থেকে ফেরার সময়, ব্রেক ফেল হওয়ার কারণে বাসের চালক খোপোলির কাছে ঘাট (পাহাড়ি রাস্তা) ভূখণ্ডে গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।” আহতদের  লোনাভালা এবং খোপোলির হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  তদন্ত চলছে।