ফতেগড়: যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশে ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘটছে। এরপর দুই কিশোরীর ঝুলন্ত মৃতদেহ পাওয়া গেল। পুলিশ সূত্রের খবর, মৃত দুই কিশোরীর বয়স ১৫ বছর এবং ১৮ বছর। কী কারণে ওদের মৃত্যু হয়েছে তদন্তে তা খতিয়ে দেখা হবে।
তদন্তে নেমে পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের ফতেগড়ে গলায় দড়ি দেওয়া অবস্থায় দুই কিশোরীর মৃত্যুর ঘটনার পরে ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন এবং একটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, ওই দুই কিশোরী আত্মঘাতী হয়েছে। ফতেগড়ে কায়ামগঞ্জ থানা এলাকায় গ্রাম সংলগ্ন এলাকা থেকে ওই দুই কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের পরে তদন্তকারীরা জানিয়েছেন, গ্রামের বাইরে একটি দোপাট্টা গলায় বাঁধা অবস্থায় একটি গাছে ওই দুই কিশোরীর ঝুলন্ত মৃতদেহ পাওয়ার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, এই দুই কিশোরী দলিত সম্প্রদায়ের। জন্মাষ্টমীর দিন রাতে ওই দুই কিশোরী স্থানীয় মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। এরপর ওই দুই কিশোরী বাড়ি না ফেরায় তাদের খোঁজ শুরু হয়।
উত্তরপ্রদেশে দলিত সম্প্রদায়ের মানুষের রহস্যজনকভাবে মৃত্যু নতুন কোনও ঘটনা নয়। চলতি বছরের গোড়াতেও উত্তরপ্রদেশে দলিত কিশোরী খুনের ঘটনা ঘটেছে।