ভোপালঃ মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার ভোরে দাতিয়ার খালকাপুরা এলাকায় একটি পুরনো দেয়াল ধসে দুই শিশুসহ ৭জন প্রাণ হারিয়েছেন। টানা বৃষ্টিতে একটি বাড়ির দেওয়াল ভেঙে পড়েই এই দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, বনশকর পরিবারের ৯জন সদস্য ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন এবং প্রথম দিকে মাত্র দুজনকে উদ্ধার করা হয়েছিল। দাতিয়ার কালেক্টর সন্দীপ মাকিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, “১২ সেপ্টেম্বর ভোর ৪টে নাগাদ বাড়ির দেয়াল ধসে পড়ে। প্রাচীরটি অনেক বড় ব্লক নিয়ে গঠিত। প্রায় ৩৬ ঘণ্টা ধরে একটানা বৃষ্টির কারণে দেয়ালটি ভেঙে যায়।” তিনি আরও বলেন, দুই দিনের প্রবল বৃষ্টির কারণে দেয়ালটির কাঠামো দুর্বল হয়ে যায়। যার জেরেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে। জেলা কালেক্টর জানিয়েছেন, উদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য অবিলম্বে রাজ্য বিপর্যয় প্রতিক্রিয়া বাহিনীকে (এসডিআরএফ) ডাকা হয়েছিল। এর পরে, পুলিশ সুপার, কালেক্টর এবং সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য আধিকারিকদের সাথে ঘটনাস্থলে পৌঁছান।
আধিকারিকরা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা ঘটনার খবর জানতে পেরেই দ্রুত উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে। প্রথম দু’জনকে উদ্ধার করা হয়। যারা জীবিত ছিলেন তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দেওয়াল সংকীর্ণ হওয়ার কারণে এবং টানা বৃষ্টির জন্য উদ্ধার অভিযানে বাধা পরে বলেও জানানো হয়েছে। স্থানীয় পুলিশ ও প্রশাসনের সাথে এসডিআরএফ দল প্রাথমিকভাবে তিনটি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। তারপর সকাল ১১:৪৫ নাগাদ ঘটনাস্থল থেকে সাতটি মৃতদেহ উদ্ধার করা হয়। দাতিয়ার কালেক্টর সন্দীপ মাকিন বলেছেন, “মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব তার সমবেদনা প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের জন্য সরকারি নিয়মানুযায়ী ক্ষতিপূরণ ঘোষণা করেছেন”।