ভোপাল: বিয়ের দিন ধুমধাম করে ‘ব্যান্ড বাজা বারাত’ নিয়ে ঘোড়ায় চেপে বিয়ে করতে যায় পাত্র৷ এই ছবি দেখতে অভ্যস্ত সমাজ৷ কিন্তু মধ্যপ্রদেশের খান্ডওয়া শহরে এর উল্টোটাই ঘটল৷ প্রথা ভেঙে কনেরাই ঘোড়ায় চেপে বিশাল ‘বারাত’ নিয়ে চলে গেল ছেলের বাড়ি৷
২২ জানুয়ারি বিয়ে ছিল সাক্ষী এবং সৃষ্টির৷ সম্পর্কে এঁরা বোন হয়৷ ওই দিন দুই বোন কনের বেশে সেজে গুজে উঠে পড়ে ঘোড়ার পিঠে৷ মাথায় পাগড়ি, চোখে চশমা, হাতে তলোয়ার নিয়ে দুই বোন চলে যায় পাত্রদের বাড়ি৷ কনেদের পিছন পিছন যায় আত্মীয়রা৷
যাঁরা জানেন না তাঁরা ভাবছেন প্রথার বিরুদ্ধাচারণ করেছেন সাক্ষী এবং সৃষ্টি৷ কিন্তু এটাই হল পাতিদার সম্প্রদায়ের রীতি৷ সাক্ষী ও সৃষ্টি খান্ডওয়ার পাতিদার সম্প্রদায়ের মেয়ে৷ এই সম্প্রদায়ের রীতিই হল, মেয়েরা ঘোড়ায় চেপে ছেলের বাড়ি যাবে৷ এবং এই রীতি আজ থেকে নয়, ৫০০ বছর ধরে চলে আসছে৷
দুই পাত্রীর বাবা অরুণ জানান, পাতিদার সম্প্রদায়ে মেয়েদের উঁচু আসনে বসানো হয়৷ এখানে ছেলে-মেয়ের মধ্যে কোনও ভেদাভেদ নেই৷ ৫০০ বছর ধরে এই রীতি চলে আসছে৷ তাঁর মতে, এই রীতি সব সম্প্রদায়ের অনুসরণ করা উচিত৷ এতে দেশের মেয়েদের সম্মান আরও বাড়বে৷ সরকার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ এর উপর জোর দেয়৷ সমাজের কর্তব্য সরকারের এই উদ্যোগকে সফল করার৷ সমাজে মেয়েদেরকেও ছেলেদের সমান অধিকার দেওয়া উচিত৷ এটাই হল রীতির উদ্দেশ্যে৷
Madhya Pradesh: Sakshi and Srishti, two sisters who had their wedding ceremonies on 22nd January, took out their own wedding procession (baraat) and rode horses to reach houses of their grooms in Khandwa, as a tradition followed by Patidar community. pic.twitter.com/80o27FtZuY
— ANI (@ANI) January 24, 2020