বেঙ্গালুরু: জঙ্গি গোষ্ঠীর সমর্থনে দেওয়াল লেখা হল শহরের রাস্তায়। যা নিয়ে ছড়াল তীব্র চাঞ্চল্য। আর এই নিয়েই আসরে নামতে হল পুলিশকে। গ্রেফতার করা হল দুই ব্যক্তিকে। সেই সঙ্গে ওই দেওয়াল রঙ করে মুছে দেওয়া হল জঙ্গিদের সমর্থনে লেখা লাইনগুলি।
আরও পড়ুন- মসজিদের ভিতরে যুবতীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধৃত ইমাম
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের রাজ্য কর্ণাটকে। ওই রাজ্যের মেঙ্গালুরু শহরের দেখা গিয়ে জঙ্গিদের সমর্থনে দেখা গিয়েছে এই বিতর্কিত দেওয়াল লিখন। কালো কালির স্প্রে ব্যবহার করে লেখা হয়েছে লাইনগুলি।
কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর এবং তালিবানদের তরফ থেকে কতগুলি লাইন লেখা হয়েছিল ওই দেওয়ালে। একদম উপরে বড় করে লেখা হয়েছিল, “সংঘী এবং মানবেদীদের বিরুদ্ধে লড়াই করার জন্য বলপূর্বক আমাদের বাধ্য করবেন না লস্কর-ই-তৈয়বা এবং তালিবানদের আমন্ত্রণ জানাতে।” এই লেখাগুলি ছাড়াও ওই দেওয়ালের দুই জায়গায় হ্যাশট্যাগ দিয়ে লেখা ছিল, “লস্কর জিন্দাবাদ।”
আরও পড়ুন- কুণালকে সারদায় সুবিধাপ্রাপকদের তালিকায় রাখলেন না সুদীপ্ত
এই ঘটনার বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে প্রশাসন। পুলিশের পক্ষ থেকে ওই দেওয়াল রঙ করে জঙ্গিদের বার্তা মুছে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। তারপরে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। এমনই জানিয়েছে মেঙ্গালুরু পুলিশ।
ওই শহরের পুলিশ কমিশনার কানিয়েছেন যে এই ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রফতার করা হয়েছে। ধৃতেরা হল- মহম্মদ শাহিদ এবং মাজ মুনির আহমেদ। ধৃতদের জেরা করে বাকি তথ্য জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার।