খাসডেস্ক: ৪ দিনে ১৪ লাখ। তিরুপতি তিরুমালা মন্দিরে মিষ্টি বিতর্কের মাঝে দেদার বিকোচ্ছে লাডডু। লাড্ডু (LADDOO) নিয়ে বিতর্কের কোন রেশই পড়েনি ব্যবসায়। ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রতিদিন প্রায় ৬০ হাজার তীর্থযাত্রী যান। রিপোর্টে দেখা যাচ্ছে ১৯ শে সেপ্টেম্বর ৩ লাখ ৫৯ হাজার লাড্ডু বিক্রি হয়েছে, ২০ শে সেপ্টেম্বর সেটা গিয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ১৭ হাজারে, ২১ শে সেপ্টেম্বর সেটা গিয়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৭ হাজারে। অর্থাৎ হিসেব মিলিয়ে দেখা যাচ্ছে গড়ে প্রতিদিন ৩ লাখ ৫০ হাজার লাড্ডু বিক্রি হয়েছে।
আরও পড়ুন : শিশুকন্যাকে মেরে স্কুলের মধ্যেই পুঁতে দিলেন প্রিন্সিপাল, গ্রেফতার অভিযুক্ত
গড়ে ৩ লাখ লাড্ডু তৈরি হয় তিরুপতি তিরুমালা মন্দিরে। পর্যটকরা মন্দির দর্শনে আসেন এবং অনেকেই প্রচুর পরিমাণে লাড্ডু কিনে নিয়ে যান। তিরুপতি তিরুমালা মন্দিরে লাড্ডু তৈরিতে ব্যবহার করা হয় গরুর দুধে তৈরি ঘি, চিনি, কাজুবাদাম, আমন্ড ইত্যাদি ইত্যাদি। প্রতিদিন প্রায় ১৫ হাজার কেজি গরুর দুধে তৈরি ঘি লাগে লাড্ডু তৈরিতে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু অভিযোগ তোলেন, ভেঙ্কটেশ্বর মন্দিরে প্রসাদী লাড্ডু যে ঘি দিয়ে তৈরি হয় তা গরু, শুয়োরের চর্বি দিয়ে তৈরি। প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি গোটা অভিযোগটি রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য তোলা হয়েছে বলে অভিযোগ করেন।
আরও পড়ুন : মেয়ের চোখে জল দেখে কেঁদে ভাসালেন বাবা অনুব্রত, জেল মুক্তির পরে ‘বীরভূমের শের’ আজ আবেগঘন
তিরুপতি তিরুমালা মন্দিরে লাড্ডু (LADDOO) বিতর্কের পর বিশেষ নির্দেশিকা জারি করে কর্নাটক সরকার। নির্দেশিকায় বলা হয় রাজ্যের ৩৪ হাজার মন্দিরের প্রসাদীতে এবার নির্দিষ্ট ব্যান্ডের ঘি ব্যবহার করতে হবে। নামও বলে দেওয়া হয় সেই ব্যান্ডের। এই ৩৪ হাজার মন্দির স্টেট ম্যানেজমেন্ট বডির আওতাধীন। কর্নাটক মিল্ক ফেডারেশনের তৈরি নন্দিনী ঘি। নির্দেশিকায় বলা হয়েছে মন্দিরের নানাবিধ রীতি যেমন প্রদীপ জ্বালানো, প্রসাদ তৈরি ইত্যাদি সবকিছুতেই এই ঘি ব্যবহার করতে হবে। পাশাপাশি মন্দির কর্তৃপক্ষকে প্রসাদের মান সম্পর্কে নিশ্চিত করতে হবে।