খাদ্যে বিষক্রিয়া, হাসপাতালে ১৩০ জন পড়ুয়া ভর্তি হওয়ার পরেই আতঙ্কে অভিভাবকরা

0
29

খাস ডেস্ক:  কখনও মিড ডে মিলে বা কখনও হোস্টেলের খাবারে বিষক্রিয়ার ঘটনা ঘটেই চলেছে। খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছে। তেমনি একটি ঘটনা ফের একবার ঘটেছে। খাবারে বিষক্রিয়ার কারণে ১৩০ জন পড়ুয়া হাসপাতালে ভর্তি হয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে চারিদিকে আতঙ্ক ছড়িয়েছে।

ঘটনাটি সোমবার ম্যাঙ্গালুরুর শক্তিনগরে ঘটেছে। খাদ্যে বিষক্রিয়ার জেরেই নার্সিং এবং প্যারামেডিক্যাল কলেজের  ১৩০ জনেরও বেশি ছাত্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেই জানা গিয়েছে। কিছু ছাত্র তাদের নিজ নিজ হোস্টেলের মেসে খাবার খেয়েছিল বলেই উল্লেখ্য করা হয়েছে। খবর খাওয়ার পরেই তারা পেটে ব্যথা,বমি হয় বলেই জানায়। একে একে অনেকেই এইভাবে অসুস্থ হয়ে পড়ে। তাপরেই পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, এজে হাসপাতালে ৫২ জন, কেএমসি জ্যোতিতে  ১৮ জন, ইউনিটি হাসপাতালে ১৪ জন, সিটি হাসপাতালে ৮ জন, মঙ্গলা হাসপাতালে ৩ জন এবং এফআর মুলার হাসপাতালে ২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

- Advertisement -

আরও পড়ুন- নাবালককে যৌন নির্যাতন, রাজ্যে প্রথম কোনও ট্রান্সজেন্ডার মহিলাকে দোষী সাবস্ত করল আদালত

ম্যাঙ্গালোর শহরের পুলিশ কমিশনার এন শশী কুমার বলেছেন যে ছাত্রদের শহরের অন্তত পাঁচটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টা থেকেই পেটে ব্যথা শুরু হয় শিক্ষার্থীদের। কলেজ কর্তৃপক্ষ ছাত্রদের পরিবারের  সঙ্গে কোন বিবরণ শেয়ার করেনি বলেই অভিযোগ। স্বাভাবিকভাবেই অভিভাবকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি  হয় বলেই উল্লেখ করা হয়।  কিভাবে খাদ্যে বিষক্রিয়া হল সেটা খতিয়ে দেখা হবে বলেই পুলিশ জানিয়েছে।