জয়পুর: রাজস্থান বুধবার ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল। রাজস্থানের বারমের-যোধপুর হাইওয়েতে একটি ট্যাংকারের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। তেলের ট্যাংকারটির সঙ্গে বাসের সংঘর্ষে আগুন লেগে যায় বাসে। সেই আগুনেই ঝলসে মৃত্যু হয় বাসে থাকা ১২ জন যাত্রীর। এই ঘটনা সত্যিই দুঃখজনক। কিছু বুঝে ওঠার আগেই গেল একাধিক প্রাণ।
এক যাত্রীর মতে, বাসটি বালোত্রা থেকে সকাল ৯:৫৫ মিনিটে ছেড়ে যায় এবং রাস্তার ভুল দিক থেকে আসা ট্যাঙ্কারটি বাসে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পরেই দাউদাউ করে আগুন জ্বলে ওঠে বাসে। দুর্ঘটনার সময় বাসটিতে ২৫ জন যাত্রী ছিলেন বলেই জানানো হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বাহিনী। চলছে উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আগুণের তীব্রতা বেশি থাকার কারণে আরও মৃত্যু হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- Tripura Civic Polls : বাংলার ছায়া ত্রিপুরায়, পুরভোটে ৩৩ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বিজেপির
দুর্ঘটনার পর জেলা প্রশাসন ও পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনাস্থলে পাচপদ্রার বিধায়ক মদন প্রজাপত এবং রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী সুখরাম বিষ্ণোই উপস্থিত ছিলেন। দমকলকর্মীরা দ্রুত উদ্ধার কাজ শুরু করলেও ১২ জনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরও অনেকে। তৎপরতার সঙ্গে চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনার জেরে হাইওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।