বাংলাদেশের বুকে ১২টি হাই-টেক পার্ক তৈরী করবে মোদী সরকার

0
40

খাস খবর ডেস্ক: বাংলাদেশে তৈরী হতে চলেছে একাধিক হাই-টেক পার্ক। আর তাতে সাহায্য করবে ভারত। সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী এবং বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনেইদ আহমেদ পলকের মধ্যে একটি বৈঠক। সে বৈঠক থেকে এ সিদ্ধান্তই উঠে এসেছে।

আরও পড়ুন: আরও এক সংঘর্ষ আসন্নপ্রায়, তাইওয়ানের আকাশে টহল দিচ্ছে চিনের যুদ্ধবিমান

- Advertisement -

সব মিলিয়ে প্রতিবেশী দেশে মোট ১২টি হাই-টেক পার্ক গড়তে সহায়তা করবে ভারত। জুনেইদ আহমেদ স্বাভাবিকভাবেই ভারতপন্থী। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সরকারের অবদানের জন্য কৃতজ্ঞতা স্বীকার করেন। জানান, ১২টি পার্কের মধ্যে ৮টির কাজই আগামী মাসের মধ্যে শুরু হয়ে যাবে।

ইদানিংকালে বাণিজ্যিক ক্ষেত্রে দুই দেশ পরস্পরের কাছাকাছি এসেছে। বিশেষ করে আইটি সেক্টরে বৃদ্ধি পেয়েছে ভারতীয় বিনিয়োগ। সে কথাও শোনা গেল জুনেইদ আহমেদের কন্ঠে। অন্যদিকে বিক্রম কুমার দোরাইস্বামীর মতে, দু দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও একটু জোরদার হওয়া উচিত। তাঁর কথায়, “অন্যান্য বিভিন্ন ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। আমি আশাবাদী, অদূর ভবিষ্যতে বাংলাদেশ আর ভারতের সম্পর্ক ভবিষ্যতে আরও মজবুত হবে।”

আরও পড়ুন: ইউক্রেন প্রসঙ্গে রাশিয়াকে চাপ দিতে সাড়ে ৮ হাজার মার্কিন সেনাকে তৈরী থাকার নির্দেশ

বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী পাশাপাশি আরও একটি খবর দেন। দেশের ৬৪টি স্থানে বাংলাদেশ-ভারত ডিজিটাল এডুট্রেইনমেন্ট সেন্টার স্থাপন করা হবে। যেখানে একইসঙ্গে ব্যবস্থা থাকবে শিক্ষা, প্রশিক্ষণ এবং বিনোদনের। এছাড়া দুই দেশের যৌথ উদ্যোগে প্রথমবারের মত স্থাপিত হতে চলেছে ভারত-বাংলাদেশ আইটি অ্যাক্সিলারেটর।