নিজস্ব সংবাদদাতা, মালদহ: ২০২০-২০২১ আর্থিক বর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ করল তৃণমূল কংগ্রেস পরিচালিত মালদহ জেলা পরিষদ। প্রায় ৩৮১ কোটি টাকার এই বাজেট শুক্রবার পেশ করা হয়।
জানা গিয়েছে, এদিন দুপুরে জেলা পরিষদের বিনয় সরকার অতিথি নিবাসে সকল সদস্যের উপস্থিতিতে এই বাজেট পেশ করা হয়। জেলার সার্বিক উন্নয়নের খাতে ব্যয় করা হয়েছে এই অর্থ।
রাস্তাঘাট, পানীয় জল, শিক্ষা-স্বাস্থ্য এমনকি পর্যটন ক্ষেত্রে এবছর বরাদ্দ করা হয়েছে অর্থ। এদিন উপস্থিত ছিলেন জেলাশাসক রাজর্ষি মিত্র, মালদহ জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল সহ অন্যান্য সদস্যরা।
এই বিষয়ে সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে উন্নয়নের জোয়ার বইছে। সেই কথা মাথায় রেখেই জেলার উন্নয়নের ক্ষেত্রে প্রায় ৩৮১ কোটি টাকার পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হয়।