কলকাতা: ফের মধ্যবিত্তের হেঁশেলে আগুন৷ দাম বাড়ল ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাসের৷ আজ সকালে সিলিন্ডার পিছু ২৫ টাকা দাম বাড়াল তেল কোম্পানিগুলি৷ এর ফলে কলকাতায় ১৪ কেজি ওজনের রান্নার গ্যাস কিনতে পড়বে ৮৪৫ টাকা ৫০ পয়সা৷
চারটি মেট্রোপলিটন শহরের মধ্যে কলকাতাতেই সিলিন্ডারের দাম সর্বাধিক৷ দিল্লিতে ২৫ টাকা বৃদ্ধি পাওয়ায় গ্যাসের দাম ৭৯৪ টাকা থেকে বেড়ে হয়েছে ৮১৯ টাকা৷ মুম্বইতেও দাম ৮১৯ টাকা৷ অপরদিকে চেন্নাইতে ১৪ কেজি ওজনের সিলিন্ডার কিনতে পড়বে ৮৩৫ টাকা৷ দাম বেড়েছে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক সিলিন্ডারের৷ সিলিন্ডার পিছু দাম বেড়েছে ৯৫ টাকা৷ ফলে নতুন দাম হয়েছে ১৬৮১ টাকা ৫০ পয়সা৷
ডিসেম্বর থেকে জ্বালানি থেকে শুরু করে রান্নার গ্যাসের দাম বেড়েই চলেছে৷ চারদিন আগেও রান্নার গ্যাসের দাম ২৫ টাকা বাড়িয়েছিল তেল কোম্পানিগুলি৷ শুধু তাই নয়, ফেব্রুয়ারিতেই তিন দফায় ১০০ টাকা দাম বৃদ্ধি হয়৷ আবার মার্চ মাসের শুরুতেই ২৫ টাকা দাম বাড়ানো হল৷ হিসেব কষে দেখা গিয়েছে, ডিসেম্বর থেকে মার্চ- এই আড়াই মাসে রান্নার গ্যাসের দাম ২২৫ টাকা বেড়েছে৷
গ্যাস ও জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে লাগাতার আক্রমণ করেই চলেছে বিরোধীরা৷ এদিকে দাম বৃদ্ধি নিয়ে তেল কোম্পানিগুলির যুক্তি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় ভারতে জ্বালানি এবং রান্নার গ্যাসের দাম বাড়ছে৷ কিন্তু লাগামহীন মূল্যবৃদ্ধির জেরে পকেটে টান পড়ছে মধ্যবিত্তের৷ অগ্নিমূল্য জ্বালানি, হেঁশেলে আগুন৷ সব মিলিয়ে নাভিশ্বাস অবস্থা আম জনতার৷