চুলকে রাখুন সুস্থ ও মজবুত রাখতে ব্যবহার করুন কফি, জানুন কিভাবে…

0
79

খাস ডেস্ক: বাড়ছে তাপমাত্রা। আর এই গরমের দিন মানেই চুলের যত্ন (Hair care) নিয়ে বাড়তি চিন্তায় পড়তে হয় সকলেই। একে তো গরমের বিশ্রী ধুলো আর ঘাম, তার সঙ্গে চুলের রুক্ষভাব তো আছেই! সব মিলিয়ে গরম এলেই খুসকি, ডগাফাটা চুল আর চুলের রুক্ষতায় নাজেহাল অবস্থা হয় আমার। তবে আর চিন্তার কারণ নেই…

এবার খুব সহজ উপায়ে যত্ন করুন নিজের চুলের (Hair care)। কিভাবে?? কফি চুলের স্বাস্থ্য ভালো রাখতে পাশাপাশি রুক্ষতা কমাতে বেশ উপযোগী। এছাড়াও কফি চুল পড়া রোধ করে, চুল ঘন ও মসৃণ করে। কফি দিয়ে চুল ধুলে তা চুলের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।

- Advertisement -

আরও পড়ুন-লক্ষ্মীবারে দাম বাড়ল সোনার

কিভাবে ব্যবহার করবেন কফি? প্রথমে ২ টেবিল চামচ গ্রাউন্ড কফি ও ১ কাপ জল নিন। এবার ১ কাপ কফি তৈরি করে তা ঠাণ্ডা হতে দিন। মাথায় ভালো করে শ্যাম্পু করে মাথা মুছে, চুল থেকে অতিরিক্ত জল ঝরিয়ে ফেলুন। এরপর মাথার ত্বকে এবং চুলে ঠাণ্ডা কফি ঢালুন। পাঁচ মিনিট ম্যাসাজ করুন। ৩০ মিনিট চুল ঢেকে রাখুন। তারপর হালকা গরম জল দিয়ে ভালো করে চুল ধুয়ে শুকিয়ে নিন।