রাস্তার ধারে সারি সারি খাবার, শহরে জমজমাট স্ট্রীট ফেস্টিভ্যাল

0
66

কালিম্পং: শহর মেতে উঠেছে জমজমাট স্ট্রীট ফেস্টিভ্যালে। রাস্তার ধারে সাজানো সারি সারি ফাস্ট ফুডের দোকান। বাঙালি থেকে অবাঙালি সকলেই চেটেপুটে খাচ্ছে সুস্বাদু খাবারগুলি। কালিম্পং শহরে আয়োজিত এই ফেস্টিভ্যাল শেষ হয়েছে গত রবিবার।

 

- Advertisement -

আরও পড়ুন: স্বাস্থ্য ভবনে হবু নার্সেরা, নিয়োগে বেনিয়মের অভিযোগে উত্তাল স্বাস্থ্য ভবন

শেষ দিনে একদল তরুণ-তরুণী গিটার নিয়ে গানের মাধ্যমে আসর জমিয়ে তোলে। স্থানীয় মানুষদের পাশাপাশি পর্যটকরাও আনন্দে মেতে ওঠে। তব্র মূলত পর্যটকদের মনোরঞ্জনের জন্যই স্ট্রীট ফেস্টিভ্যালের আয়োজন। এই ফেস্টিভ্যালের বাড়তি পাওনা শেল রুটি, মাইকাইকা চোরা, চাউল কা চোরা। তবে গতকাল দেখা গেল অনেক পর্যটকরাই মুলোর আচারের খোঁজ করছেন। এছাড়াও, খাবারের আইটেমগুলির মধ্যে ছিল- বাফ খুতা কো আচার বা Buff Leg Pickle, চইলা, তিবেটিয়ান আইটেম চিকেন চিজ ফালে।

আরও পড়ুন: ভারতে কি প্রবেশ করল ভয়ঙ্কর মাঙ্কিপক্স, আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখার নির্দেশ মুম্বাই নাগরিক সংস্থার

এই ফেস্টিভ্যাল শহরের মধ্যে একটি মেগা ইভেন্ট। প্রায় ১৩৭ টি স্টল খাবারের বিভিন্ন আইটেম এবং হস্তশিল্পের সামগ্রী বিক্রি করে। জানা গিয়েছে, এই ফেস্টিভ্যালের এখনও কোনও স্পনসর নেই।