খাস ডেস্ক: ঘুরতে যাওয়ার কথা উঠলেই বাঙালির মুখে আসে ‘দিপুদা’। বছরের প্রত্যেক মাসেই আনাগোনা থাকে পর্যটকদের। সমুদ্র সৈকত ছাড়াও দিঘায় (Digha) আকর্ষণের কমতি নেই। এবারেই তালিকায় যুক্ত হতে চলেছে নয়া সংযোজন। এবার ঘুরতে গেলে একেবারেই মিস করা যাবে না।
আরও পড়ুন: পূর্বসূরির অপসারণ সহ বেশ কিছু দাবিতে জনগণের প্রতিবাদের মধ্যে নতুন লেফটেন্যান্ট গভর্নর পেল লাদাখ
শীত বিদায় নিতে চলেছে। গরম পড়তেই দিঘায় (Digha) বাড়বে ভিড়। এর আগেই নতুন ভাবে সেজে উঠতে চলেছে সৈকতনগরী (Digha)। শীঘ্রই গড়ে উঠবে বিরল সামুদ্রিক প্রাণীর সংগ্রহশালা ও গবেষণা কেন্দ্র। এছাড়াও, সমুদ্রের পাড়ে বসে রবীন্দ্র সঙ্গীতের সুরে মনোরম নানা দৃশ্য উপভোগ করতে পারেন পর্যটকরা।
খাস খবর ফেসবুক পেজ: https://www.facebook.com/khaskhobor2020/
দিঘায় (Digha) আসলে অ্যাকোরিয়াম বাদ দিলে চলবে না। দিঘা স্টেট জেনারেল হাসপাতালের পাশেই রয়েছে এটি। প্রাণীবিদ্যার পড়ুয়াদের কাছে এই অ্যাকোরিয়াম অত্যন্ত আকর্ষণীয়। অন্যদিকে, পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা দ্বিগুণ করতে আরও একটি পরিকল্পনা রয়েছে রাজ্যের। মৃত কিংবা জীবিত সামুদ্রিক প্রাণীগুলিকে সংরক্ষণে একটি সংরক্ষণশালা গড়ে তুলতে চায় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
আরও পড়ুন: শেষ রবিবাসরীয় প্রচার, নির্ভয়ে ভোট দিন, ত্রিপুরাবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মানিক