খাস ডেস্ক: চায়ের বাড়ি (Chayer Bari), শুনলেই মনে কৌতূহল তৈরি হয়। মনে হয় যেন, এখানেই রয়েছে চায়ের ভাণ্ডার। আসলে সত্যিই তাই। তবে হরেক রকমের চা ছাড়াও এখানে রয়েছে সুস্বাদু খাবার। দাম অত্যন্ত ‘পকেট ফ্রেন্ডলি‘।
আরও পড়ুন: ভবঘুরে জীবন কাটিয়ে আসার দুর্দান্ত ঠিকানা, মোমোর স্বাদ মন কাড়বে পর্যটকদের
বেলঘরিয়া স্টেশন নেমে ম্যাজিক গাড়ি করেই পৌঁছে যাওয়া যাবে চায়ের বাড়িতে। ঝলমলে আলোয়ে সাজানো একটি বাড়ি। ক্যাফের ধারে রাস্তার পাশে ধাবা স্টাইলে কিংবা সুন্দর সাজানো ঘরে এসির মধ্যে বসেও আড্ডার সঙ্গেই খাওয়া দাওয়াও জমবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকবে চায়ের বাড়ি।
এখানে রয়েছে বিভিন্ন কম্বো। যার দাম শুরু হচ্ছে মাত্র ৫৯ টাকায়। কম্বোতে পাওয়া যাবে-
ভেজ রাইস, চিলি চিকেন- ৫৯ টাকা
ভেজ রাইস, মাঞ্চুরিয়ান- ৫৯ টাকা
ফ্রাইড রাইস, চিলি চিকেন – ৫৯ টাকা
ন্যুডলস, চিলি চিকেন- ৫৯ টাকা।
আরও পড়ুন: নজরে শুভেন্দু, হলদিয়ায় হানা অভিষেকের
চিকেন ও ফিশের বিভিন্ন ধরনের আইটেম, ন্যুডলস, বার্গার, পিৎজা, স্যাণ্ডউইচ, ম্যাগি, পাস্তা, মোমো, স্যুপ। প্রত্যেকটির দামই প্রায় ১০০ টাকার নীচে। এছাড়া, চায়ের বাড়িতে চায়ের পাশাপাশি মিল্কশেক ট্রাই করতে পারেন। একবার খেলে মুখে লেগে থাকবে। পানীয়ের মধ্যে আরও রয়েছে যেমন- লস্যি, লেমনেড ইত্যাদি।