
খাস খবর ডেস্ক: গরমে নাজেহাল রাজ্যবাসী। স্বাভাবিকভাবেই ছেদ পড়েছে যৌন জীবনে। এই চূড়ান্ত গরমে দুটো শরীর এক হয়ে গেলে অস্বস্তি বাড়বে বৈ কমবে না। সুখের চেয়ে স্বস্তি ভাল, এ কথাই মনে হতে পারে তখন।
খাস খবর ফেসবুক পেজের লিঙ্ক:
https://www.facebook.com/khaskhobor2020/
তবে কেউ যদি একান্তই যৌনপিপাসু হন। যৌনতা ব্যতীত তাঁর জীবনধারণ যদি অসম্ভব হয়। তবে তাঁরও মুষড়ে পড়ার কোনও কারণ নেই। হ্যাঁ, এই গরমেও চুটিয়ে যৌনতা সম্ভব। কিন্তু তার জন্য দু-একটি টিপস মেনে চলা প্রয়োজন। আসুন এক নজরে দেখে নিই, কী কী শর্তাবলী পালন করলে এই প্রখর দাবদাহে-ও যৌনজীবন সমানতালে উপভোগ করা সম্ভব।
বাড়িতে সুইমিং পুল আছে? থাকলে তার ঠাণ্ডা জলে একসঙ্গে নেমে পড়ুন। এই গরমের দিনে ঠাণ্ডা জলের স্পর্শে শরীর ঠাণ্ডা হয়ে যাবে, একইসঙ্গে প্রিয় মানুষের স্পর্শ পেলে জেগে উঠবে উত্তেজনা। এছাড়া রাতে শোবার আগে ভাল করে স্নান করে নিন। এতেও শরীর ঝরঝরে হয়ে যাবে। এরপর যৌন মিলনের সময় হাল্কা করে এসি চালিয়ে নিন। সেইসঙ্গে ঘরের পাখাটাও চলুক। এরপর ফোরপ্লের জন্য বরফ-ও ব্যবহার করতে পারেন। শরীরে যৌনতা এবং শীতলতা, দুয়ের শিহরণ-ই জাগবে।
আরও পড়ুন: কালবৈশাখীর ভবিষ্যদ্বাণী আগে থেকে করা যায় না
গ্রীষ্মকালে যৌন জীবনের জন্য বিশেষ ডায়েটের-ও প্রয়োজন। যতটা সম্ভব কম মশলাদার খাবার খাওয়ার চেষ্টা করুন। এছাড়া, ডিনারের পর শোবার আগে ঠাণ্ডা সরবত পান করুন। শসা খান। এই গরমে শরীর ঠাণ্ডা রাখবে।