ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরবে মাত্র ১০ মিনিটে, রইল কিছু টিপস…

0
35

খাস ডেস্ক: প্রতিদিনের লাইফস্টাইলের জন্য আমরা নিজেদের (Skin care) খেয়াল রাখতে পারি না। যার ফলে ত্বকে একাধিক সমস্যা দেখা দেয়। যার ফলে ত্বকের জেল্লা কমে যায়। কিন্তু কিভাবে বাড়িতে বসেই বাড়াবেন ত্বকের (Skin care) জেল্লা?

বেশি কিছু নয়, কয়েকটি টিপস মেনে চললেই আপনার মুখের জেল্লা সহজেই বাড়বে। শুধু ত্বকের যত্ন নিলে হবে না। ব্যবহার করতে হবে সঠিক উপকরণ। তাহলে চলুন আর দেরি না করে জেনে নিন কিভাবে সঠিক সময় যত্ন করবেন নিজের ত্বককে।

- Advertisement -

আরও পড়ুন-খুশকি বাড়বাড়ন্ত, সারাবছর চুল পড়ছে, সব সমস্যাকে জব্দ করবে এই টিপস…

১, চালের আটার ব্যবহার করে মুখের কালচে ভাব দূর করা যায়। ১টি টমেটোর রস ফিল্টার করে তাতে ১ চা চামচ চালের আটা মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন তারপর মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের উজ্জ্বলতাও ফিরে আসে।

২, ডার্ক সার্কেল দূর করতে দুই চা চামচ চালের আটার মধ্যে ১ চা চামচ গোলাপ জল, আধা চা চামচ মধু, ৭ ফোঁটা বাদাম তেল এবং আধা চা চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে দুই থেকে তিনবার করুন।

৩, রাতে স্কিন সিরাম মাখুন। নাইট রিপেয়ার ক্রিম বা সিরাম না মেখে কখনও শুতে যাবেন না।