খাস খবর ডেস্ক: নতুন বছরে শুধু ওমিক্রন নামক অভিশাপ-ই নয়। থাকছে একটি সুখবরও। আপনার কাছে কী Realme 8S ফোন রয়েছে? যদি থাকে তাহলে সেটি বদলে একেবারে বিনামূল্যে আপনি পেয়ে যেতে পারেন ভারতের প্রথম 5G ফোন।
আরও পড়ুন: DSLR অতীত, এবার এই নতুন ধরণের ক্যামেরা নির্মাণ করবে বিখ্যাত এই সংস্থা
দেশের প্রথম 5G ফোন Lava Agni। তার প্রস্তুতকারী সংস্থা Lava-ই এই অফারটি দিচ্ছে। যার কারণ হিসেবে দেওয়া হচ্ছে দেশাত্মবোধক যুক্তি। যে কারণে এই অফারটির নামই, “দেশভক্তি অফার”। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত যে কোনও Realme 8S ব্যবহারকারী Lava-র ওয়েবসাইট https://t.co/X2zB7CjwE1 -য়ে গিয়ে নিজের নাম নিবন্ধন করতে পারেন এই অফারে।
Lava -র তরফে একটি টুইট বার্তায় বলা হয়, “আমার দেশ ভারত কিন্তু আমার স্মার্টফোন চাইনিজ। এটাই কী আসল আমি?” পাশাপাশি সংস্থার পক্ষ থেকে এও দাবী করা হয় যে, “Lava Agni” ই দেশে নির্মিত প্রথম 5G ফোন।” যদিও এই অফারের পরেও জনগণের থেকে তেমন একটা সাড়া এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বেশিরভাগ নেটাগরিক বলছেন, শুধুমাত্র নিজেদের পণ্য বিক্রির স্বার্থে দেশাত্মবোধকে কাজে লাগাচ্ছে Lava।
The wait is over! Exchange your Realme 8s for free with India’s first 5G smartphone AGNI. The last date to register is 7th January 2022.
Register here: https://t.co/X2zB7CjwE1
T&C Apply#ChooseASide
Offer valid till stocks last.#LavaMobiles #ProudlyIndian #AGNI5G pic.twitter.com/fZkO1g14V4
— Lava Mobiles (@LavaMobile) January 3, 2022
আরও পড়ুন: Covid য়ের সময় এইগুলি খেলে নিশ্চিত বিপদ জানবেন, খান এই এই খাবার
উল্লেখ্য, Realme -র নির্মাণকারী প্রতিষ্ঠান BBK আদতে চিনা হলেও ভারতের নয়ডায় তাদের শাখা রয়েছে। যেখান থেকে তারা বিদেশেও রপ্তানি করে নিজেদের পণ্য। Lava সেই পথ বন্ধ করে নিজের পথ সুগম করতে চাইছে। Lava Agni মোবাইলস ইন্ডিয়া ওয়েবসাইটের পাশাপাশি অ্যামাজন এবং ফ্লিপকার্টে ১৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। এতে রয়েছে ৮ জিবি র্যাম, ৫,০০০ এমএইচ ব্যাটারি, ৯০ হার্জ রিফ্রেশ রেট, ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি, ৮১০ চিপসেট দ্বারা চালিত একটি মিডিয়াটেক ডাইমেনসিটি এবং আরও অনেক কিছু।