
খাস ডেস্ক: শীত, গ্রীষ্ম চলে যাওয়ার পরে এবার বর্ষার পালা। অনেকেরই বর্ষাকাল অনেক ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মাঝেসাজেই বৃষ্টির দেখা, সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি হয়। কিন্তু এর মধ্যেই থাকে অনেক সমস্যা। বাতাসে অতিরিক্ত আদ্রতার পরিমাণ থাকার ফলে আমাদের চুলের নানান রকমের সমস্যা দেখা দেয়।
তবে এখনকার ব্যস্ত শিডিউলের মধ্যে আমাদের নিজেদের যত্ন নেওয়া সম্ভব হয়ে ওঠে না। আবার চুলের যত্ন না নিলে চুল প্রচন্ড পরিমানে নষ্ট ও উঠতে থাকে। কিন্তু আর চিন্তার কারণ নেই আপনার হেঁসেলে থাকা এই উপকরণ দিয়েই আপনি নিজের চুলের খেয়াল রাখতে পারবেন।
আরও পড়ুন-দাগহীন-উজ্জ্বল ত্বক চান, ব্যবহার করুন এই সিরামটি…
চুলের যত্ন নিতে আপনি কালোজিরে ব্যবহার করতে পারেন। কালোজিরে এমন একটি মসলা যা চুলের বিভিন্ন সমস্যা দূর করে পাশাপাশি চুল পড়া কমিয়ে নতুন চুল জন্মাতে সাহায্য করে। চুলে পুষ্টির যোগান দেয় কালো জিরে৷ কালোজিরেতে আছে ওমেগা থ্রি৷ যার ফলে রক্ত চলাচলের মাত্রা সঠিকভাবে বজায় রেখে চুলের গুণমান বজায় রাখে কালো জিরের তেল৷
তাহলে চলুন জেনে নিন কিভাবে ব্যবহার করবেন এই মশলা। প্রথমে কালো জিরে গুঁড়ো ১ চামচ এবং ১ চামচ মেথির দানা একসঙ্গে নিন৷ একটা কাচের শিশিতে এই দুই উপকরণ রাখুন৷ তাতে দিন ২০০ মিলিলিটার নারকেল তেল এবং ৫০ মিলিলিটার ক্যাস্টর অয়েল ৷ এ বার সব উপকরণ ভাল করে মিশিয়ে রোদে দিন ৷ টানা ২ থেকে ৩ সপ্তাহ রোদে শুকোতে দিন ৷ ২ দিন পর পর কাচের বোতলটি ধরে ভাল করে ঝাঁকিয়ে নিন ৷ ৩ সপ্তাহ পর ছেঁকে নিন ৷ সপ্তাহে ১ বার বা ২ বার এই তেল মাথার স্ক্যাল্প ও চুলে মালিশ করুন ৷