
খাস ডেস্ক: আগামী মাসেই জামাই ষষ্ঠী। জামাই আদরে ব্যস্ত হয়ে উঠবে শ্বশুরবাড়ির সদস্যরা। সারা দিন জুড়েই চলবে নানা রকমের খাওয়া দাওয়া। তবে এই দিন বাড়িতে রান্নার ঝামেলা না করে পরিবারের সঙ্গে বাইরে কোথাও লাঞ্চ বা ডিনারের প্ল্যান করতে পারেন। এবছর জামাইষষ্ঠী উপলক্ষে লোভনীয় অফার নিয়ে এল বাঙালি খাবারের জন্য জনপ্রিয় রেস্তরাঁ ‘ভূতের রাজা দিল বর’। খাওয়া দাওয়ার পাশাপাশি বিভিন্ন নিয়ম রীতিও পালন করা হবে।
আরও পড়ুন: ২৪ টি পরিবারের এক কোটি টাকা দিয়ে আইপিএল চলত বেটিং, গ্রেফতার পোস্টমাস্টার
জামাইষষ্ঠী স্পেশাল ‘জামাই রাজা থালি’-তে থাকবে হরেক রকম আইটেম, –
সরবত
কড়াইশুটির কচুরি
ভাজা মশলার আলুর দম
ঘি, বাসমতী চালের ভাত
বাসন্তী পোলাও
পাঁচ রকমের ভাজা
মাছের মাথা দিয়ে মুগ ডাল
এঁচোড়ের ডালনা
১ পিস ভেটকি পাতুরি
গন্ধরাজ চিংড়ি
চিতল পেটি
২ পিস রাজ বাড়ির কষা মাংস
চাটনি, পাঁপড়
২ পিস রসগোল্লা
দই, ফলের বাটি
আরও পড়ুন: মাওবাদীর খোঁজ দিলে পাঁচ লক্ষ টাকা পুরষ্কার, ঘোষণা NIA এর
১৮ টি আইটেমে সাজানো থালির দাম ১১৯৯ টাকা, এই থালি দুজনে ভাগ করে খেতে পারবেন। এই অফার থাকবে আগামী ৩ জুন থেকে ৬ জুন পর্যন্ত। এছাড়াও ১৭ টি আইটেমে সাজানো ‘স্বর্ণ থালি’ রয়েছে যার দাম ১০৯৯ টাকা। বিভিন্ন জায়গায় রয়েছে এই রেস্তরাঁর আউটলেট। যেমন- সল্টলেক সেক্টর ফাইভ, যাদবপুর, কল্যাণী, চন্দননগর, শিলিগুড়ি।