খাস খবর ডেস্ক: স্মার্টফোন ব্যবহার করছেন। জানেন, এই প্রযুক্তি আমাদের উন্নতিতে যতটা সহায়ক, ততটাই বিপদে ফেলে দিতে পারে? ধরা যাক্, আপনার ফোনটি চুরি হয়ে গেল। এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টসহ যাবতীয় আর্থিক তথ্য ওই ফোনেই লিঙ্ক করা। তাহলেই তো কেস গন!
আরও পড়ুন: ১০৫টি দেশে সস্তায় পাওয়া পাওয়া যাবে Covid 19 -র ট্যাবলেট, ভারতও কী আছে এর মধ্যে
ভাবছেন, চিন্তা কী! ফোন তো লক করা রয়েছে। জানিয়ে রাখা দরকার, পেশাদার হ্যাকারের হাতে ফোন পড়লে সেই লক খুলতে লাগবে মাত্র কয়েক মুহূর্ত। পাসকোড কিংবা নাম্বার লকের বাধা অতিক্রম করা তাদের কাছে কোনও ব্যাপারই না। প্যাটার্ন লক হলে তো কথাই নেই। কী করবেন তাহলে?
কোনও চিন্তা নেই। তেমন কোনও ঘটনা যদি ঘটেও এবারে দ্রুত ব্লক করে বা মুছে ফেলতে পারবেন আপনার Paytm বা GPay আইডি। শুধু অনুসরণ করতে হবে কয়েকটি পদ্ধতি।
আরও পড়ুন: মা নাকি ডাইনি, কোলের মেয়েকে ফেলে পালাল রেললাইনের ধারে, উদ্বার সাফাইকর্মীর
GPay -র ক্ষেত্রে যেটা করতে হবে, 18004190157 এই নম্বর ডায়াল করে তারপর ‘other issues’ অপশনটি বেছে নিন। এতে কাস্টমার কেয়ারে সরাসরি কথা বলা যাবে। রেজিস্টার্ড Google অ্যাকাউন্টের মোবাইল নম্বর যাচাই করে Google I’D ব্লক করতে সহায়তা করবেন তিনি। অন্যদিকে Paytm -র হেল্পলাইন নম্বর 0120 4456456। এটি ডায়াল করে ‘Lost Phone’ অপশনে যেতে হবে। সেখানে চুরি যাওয়া মোবাইল নম্বর লিখে ‘Block Paytm account’ অপশনটি নির্বাচন করলেই কাম ফতে!