খাস খবর ডেস্ক: পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাড়ছে তাপমাত্রা। সেইসঙ্গে বৃদ্ধি পেয়েছে বাজারের তাপও। তরিতরকারি, সবজির দাম ছুঁয়ে ফেলেছে মাছকে। প্রায় ১৫০ টাকা কিলো দরে বিকোচ্ছে পটল, ঢ্যাঁড়স, টমেটো। মটরশুঁটি এবং বেগুন ৮০ টাকা কিলো।
আরও পড়ুন: Weather Update: শীতের আমেজে বড়সড় ধাক্কা, আজ থেকে বাড়ছে তাপমাত্রা
পেঁয়াজ এখনও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই। ৪০ থেকে ৫০ টাকা কিলো (পাইকারি ৩৫-৪০ টাকা)। তবে দুই কপির দাম এখনও খুব বিশেষ সস্তা হয়নি। ফুলকপি প্রতি পিস ২০ থেকে ৩০ টাকা পিস এবং বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা কিলো। অন্যদিকে নতুন আলু ২২-২৫ টাকা, চন্দ্রমুখী ২০-২২ টাকা (পাইকারি ১৬-১৮) এবং জ্যোতি আলু ১৬-১৮ (পাইকারি ১৩-১৪) টাকা কিলো দরে বিক্রি করা হচ্ছে।
আগুন মাছের বাজারেও। রুই মাছ গোটা এবং কাটা যথাক্রমে ১২০-১৫০ এবং ১৬০-২০০ টাকা কেজি। কাতলা গোটা এবং কাটা যথাক্রমে ২০০-২৪০ এবং ২৮০-৩৫০ টাকা কেজি। ইলিশের দাম ৭০০ থেকে ১০০০ টাকার মধ্যে। এছাড়া ভেটকি, গলদা চিংড়ি এবং পাবদা যথাক্রমে ৪৫০-৫০০, ৫৫০-৬০০ এবং ৩৫০ থেকে ৪৫০ টাকা।
আরও পড়ুন: Horoscope: লক্ষ্মীবারে কেমন কাটবে দিন, জেনে নিন আজকের রাশিফল
শহরে অপেক্ষাকৃত মুরগী একটু সস্তা যাচ্ছে এ মুহূর্তে। গোটা ১২০ থেকে ১৩৫ টাকা কেজি। কাটা ১৫০ থেকে ১৮০ টাকা কেজি। অন্যদিকে পাঁঠা/খাসির মাংস পাওয়া যাচ্ছে ৬২০ থেকে ৭০০ টাকার মধ্যে।