স্বাস্থ্য থেকে সৌন্দর্য, সবই মিলবে আলুর গুণে…

0
29

খাস ডেস্ক: ছোট থেকে বড় সকলেই আলু খেতে ভালোবাসেন। তরিতরকারি থেকে শুরু করে বিভিন্ন রকমের রান্না সবেতেই আলু ব্যবহার করে থাকি। তবে অনেকেই মোটা হওয়ার ভয়ে আলু খেতে পছন্দ করেন না।

কিন্তু আপনি কি জানেন, আলুর একাধিক গুণ রয়েছে… স্বাস্থ্য থেকে শুরু করে সৌন্দর্য প্রতিটি জায়গাতেই আলুর ব্যবহার অপরিহার্য। তাহলে আর দেরি না করে চলুন জেনে নিন কিভাবে করবেন ব্যবহার…

- Advertisement -

আরও পড়ুন-রেস্তোরাঁয় যেকোনও খাবার ৯৯ টাকায়, ব্যবস্থা রয়েছে Candle Light Dinner-এর

১,আলু কেটে যাওয়া জায়গায় অথবা জখমের মলম হিসেবে ব্যবহার করা হয়। যেখানে কালশিটে পড়ে যায়, তার উপর আলু থেতো করে লাগিয়ে দিলে তা অত্যন্ত ফায়দা যুক্ত হয় এবং এই কালশিটে ভাব থাকে না।

২, বিভিন্ন প্রকারের চামড়া সম্পর্কিত কাজে আলুর ব্যবহার অত্যন্ত ভালো। মুখের উজ্জ্বলতা বাড়াতে আলুর রস নিয়মিত ব্যবহার করুন।

৩, ডার্ক সার্কেলের সমস্যা থাকে তাহলে চোখের নিচে আলো পেস্ট করে তার রস লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন কয়েকদিন লাগালে ধীরে ধীরে এই ডার্ক সার্কেল উধাও হয়ে যাবে।