কলকাতা: সোশ্যাল মিডিয়ার মিম অনুযায়ী ‘ দুয়ারে শীত ‘। আর শীতকাল মানেই রুক্ষ – শুষ্ক ত্বক। আমরা চটজলদি ত্বকের যত্ন করতে শুরু করলেও অবহেলা করি চুলকে। তাই এবারে শীতের শুরু থেকেই করুন চুলের যত্ন। আপনাদের জন্য রইল কিছু টিপস –
প্রথমত , শীতকালে অধিকাংশই গরম জলে স্নান করে। ভুলেও গরম জল চুলে দেবেন না। তাতে চুলের ক্ষতি।
দ্বিতীয়ত, শীতকালে সপ্তাহে এক থেকে দুই দিন শ্যাম্পু করলেই হবে। অবশ্যই কন্ডিশনার ও সেরাম ব্যবহার করবেন। তবে ভিজে চুল শুকনো করার জন্য বেশ কিছুক্ষণ তোয়ালে জড়িয়ে রাখুন। ড্রায়ার এড়িয়ে চলাই ভালো।
আরও পড়ুন-অভিনেতার পাশাপাশি রণবীর সিং পেলেন এক নতুন তকমা
তৃতীয়ত, সেরাম বা কন্ডিশনার ব্যবহার না করলে ; চায়ের লিকারে একটা গোটা পাতিলেবুর রস মিশিয়ে নিন। সেই মিশ্রন দিয়ে শ্যাম্পু করার পর চুল ধুয়ে ফেলুন।
তাছাড়াও, একমগ জলে বড়ো চার চামচ মধু মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর সেই মিশ্রন চুলে ঢেলে ভালো করে ম্যাসাজ করে নিন। তারপর জল ঢেলে চুল ধুয়ে ফেলুন। তাতে চুল থাকবে উজ্জ্বল ও কোমল।
চতুর্থত, নারকেল তেল বা অলিভ অয়েল হালকা গরম করে স্ক্যাপে ম্যাসাজ করতে পারেন স্নান করতে যাওয়ার এক ঘন্টা আগে। তাতে চুলের রুক্ষতা দূর হবে।
আরও পড়ুন-দেখে নিন, অভিনেত্রী মিমি চক্রবর্তীর কিশোরী বয়সের ছবি
তাছাড়াও , ব্যবহার করতে পারেন হেয়ার প্যাক। একটা বড়ো চামচ অ্যালোভেরা জেল , এক চা চামচ মধু ও দু চামচ নারকেল তেলের মিশ্রনটি লাগিয়ে রাখুন। তার একঘন্টা পরে শ্যাম্পু করে ফেলুন।
হাফ কাপ দুধে চার চামচ মধু মিশিয়ে নিন। এরপর স্ক্যাল্পে ও চুলের ক্ষতিগ্ৰস্থ অংশে লাগিয়ে রাখুন বেশ কিছু ক্ষন। তারপর ভালো করে চুল ধুয়ে ফেলুন।