খাস খবর ডেস্ক: একবিংশ শতকে দাঁড়িয়ে আমরা, মানুষরা বড্ড বেশি যান্ত্রিক হয়ে পড়েছি। বিশেষ করে মুঠোফোনখানা হাতে না থাকলে যেন জগতই অন্ধকার।
হ্যাঁ, অন্ধকারই বটে। সোমবার তা হাড়ে হাড়ে টের পেল মানব সভ্যতা। তবে ফোনে কোনও সমস্যা নেই। ফোন যেজন্য বেশি জরুরী হয়ে পড়েছে, সমস্যা তাতে। অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। এদিন রাত ৯টা থেকে দীর্ঘসময়ের জন্য বন্ধ এই তিন অ্যাপ।
আরও পড়ুন: বিশ্ব জিতে উঠে চুল কেটে ফেলেছিলেন মাহি, কারণ জিজ্ঞেস করায় তেলেবেগুনে জ্বলে ওঠেন যুবি
এই তিন অ্যাপই মার্ক জুকারবার্গের ফেসবুকের মালিকানাধীন। সুতরাং বোঝাই যাচ্ছে, গলদটা তাদেরই। কোথায় গলদ? এদিন রাত নটা থেকেই তিনটি অ্যাপে বিপত্তি শুরু হয়। যার জেরে সমস্যায় পড়ে গোটা বিশ্ব। এরপরই ফেসবুকে নিজেদের সমস্যার কথা স্বীকার করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
তাদের তরফে জানানো হয়, “সকলের কাছে আমরা দুঃখিত। কিছু একটা বিভ্রাট ঘটেছে। আমরা দ্রুত তা খুঁজে বের করতে চেষ্টা করছি।” অব্যবহিত পরেই জানা যায় বিভ্রাটটি। বিশ্বজুড়ে ধ্বস নেমেছে ফেসবুকের নেটওয়ার্কে। ডাউন হয়ে গিয়েছে সার্ভার। এবং তার জেরেই এই বিপত্তি।
কেবল ফেসবুক নয়। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও একটি টুইটের মাধ্যমে ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। তাদের তরফে লেখা হয়, “এ মুহূর্তে কিছু মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন। সে বিষয়ে আমরা অবগত। আমরা যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।” যোগ করা হয়, “আমরা দ্রুত এ বিষয়ে আপডেট দিচ্ছি।”
আরও পড়ুন: দলের স্বার্থেই পিএসজি ছাড়তে চেয়েছিলেন, জানালেন এমবাপে
এদিকে ‘ডাউন ডিটেক্টরে’র তথ্য অনুযায়ী, রাত ৯টা ১৫ মিনিট অবধি ফেসবুক নিয়ে মোট ৮৬৫১৫টি অভিযোগ জমা পড়েছে। ইনস্টাগ্রামের ক্ষেত্রে এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫৩০৫৬।