কলকাতা: সঙ্গীনীকে গুলি করে আত্মঘাতী(Suicide) যুবক। গড়িয়াহাটের কাছেই একটি গেস্ট হাউসে বুধবার ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, সঙ্গিনীকে গুলি করার পরে নিজের মাথায় গুলি চালিয়েছেন ওই যুবক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর সঙ্গিনীকে যাদবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। জানা যাচ্ছে, খুন করার উদ্দেশ্য নিয়েই সঙ্গিনীকে গেস্ট হাউসে নিয়ে এসেছিলেন রাকেশ।
বৃহস্পতিবার জানা গিয়েছে, সম্পর্কের টানাপড়েন থেকেই খুন করে আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। সুইসাইড নোটে এমনই ইঙ্গিত রয়েছে, দাবি পুলিশের। ছ’সাত বছরের সম্পর্ক ছিল রাকেশ ও সেই তরুণীর। বছরখানেক ধরে সম্পর্কের অবনতি হয়েছে তাঁদের। তরুণীর অন্যত্র বিয়ে ঠিক করেছিল পরিবার। বিষয়টি জানতে পারেন রাকেশ। তা নিয়েই কথা বলতে তরুণীকে গেস্ট হাউসে নিয়ে গিয়েছিলেন রাকেশ। সম্পর্ক ঠিক করার উদ্দেশ্যে এর আগেও ২ দিন গেস্ট হাউসে নিয়ে আসেন বলে জানিয়েছে পুলিশ। কিন্তু আলোচনার পরেও কোনও উপায় বের করতে না পারায় অবশেষে খুনের পরিকল্পনা। এদিন খুন এবং আত্মঘাতী হওয়ার পরিকল্পনা করেছিলেন রাকেশ।
উল্লেখ্য, তাঁরা গেস্ট হাউসের রিসেপশনে নিজেদের দম্পতি পরিচয় দিয়েছিলেন। তিন তলার একটি ঘরে ছিলেন যুবক এবং তাঁর সঙ্গিনী। বিকেল পৌনে পাঁচটা নাগাদ গেস্ট হাউসের কেয়ারটেকার একটি বিকট শব্দ শুনতে পান। পরপর দু’বার আওয়াজ শোনা যায় গুলির। কয়েক মুহূর্তের মধ্যেই তিনতলার ওই ঘরে কর্মচারীরা ছুটে গিয়ে দেখেন যুবক এবং ওই তরুণী দু’জনেই মাটিতে লুটিয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে যুবকের। তড়িঘড়ি তরুণীকে যাদবপুর এলাকার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ওই পিস্তল রাকেশ কোথা থেকে পেয়েছেন তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘোটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।