আজও কি দিনভর বৃষ্টিতে ভিজবে বাংলা, কি বলছে হাওয়া অফিস

0
54
weather update

খাস প্রতিবেদন: নিম্নচাপের প্রভাব কমলেও আজ রবিবারও দিনভর সেভাবে সূর্যের দেখা নাও মিলতে পারে৷ পরিবর্তে থাকবে মেঘলা আকাশ৷ কলকাতার একাংশ এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তবে সোমবার দুপুরের পর থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে সমগ্র দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য রবি ও সোমবারও একই রকম ঝড় বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে হাওয়া অফিস৷

বস্তুত, হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে শুক্রবার সন্ধ্যের পর থেকে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে বন্দি বাংলা৷ শনিবারও রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি হয়েছে৷ রাতের দিকে শুধু বৃষ্টি নয়, নির্দিষ্ট কয়েকটি এলাকায় হয়েছে শিলাবৃষ্টিও।‌ আলিপুর হাওয়া অফিস সূত্রের খবর: আগামী ২৪ ঘণ্টায় উত্তর-দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া বাকি জেলায় কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি ঘটবে৷

- Advertisement -

অন্যদিকে শনিবারের মতো রবি এবং সোমবারও দার্জিলিং এবং কালিম্পং সহ উত্তরবঙ্গের বিস্তৃর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে৷ দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে হাওয়ার গতিবেগও থাকবে বেশি৷ তাই বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে৷ আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬.৭°সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭.১° সেলসিয়াস৷

আরও পড়ুন: জনবহুল শক্তিগড়ে আততায়ীর গুলিতে মৃত্যু কয়লা ব্যবসায়ীর, প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা